হোম > সারা দেশ > মানিকগঞ্জ

ঘিওরে দায়িত্বরত অবস্থায় পুলিশ সদস্যের মৃত্যু

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি  

রফিকুল ইসলাম। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের ঘিওরে ডিউটিরত অবস্থায় রফিকুল ইসলাম (৪৮) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত সোয়া ৮টার দিকে ঘিওর থানায় এ ঘটনা ঘটে।

ঘিওর পুলিশ সূত্রে জানা গেছে, কনস্টেবল রফিকুল ইসলাম রাত ৮টা থেকে থানার অফিস গেটে দায়িত্ব পালন করছিলেন। রাত ১০টা পর্যন্ত ছিল তাঁর দায়িত্ব পালনের সময়।

সেখানে দায়িত্ব পালন শুরুর কিছুক্ষণ পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রফিকুল। পরে তাঁকে উদ্ধার করে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রফিকুল ইসলাম টাঙ্গাইল জেলার কালিহাতী থানার করুয়া গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে। রফিকুল ইসলাম ২ সন্তানের জনক।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জাহিদ হাসান জানান, তিনি ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে দীর্ঘদিন ধরে ভুগছিলেন। হঠাৎই তাঁর ডায়াবেটিস শূন্য হওয়ায় তিনি মারা যান।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, থানায় দায়িত্ব পালনকালে রাত সোয়া ৮টার দিকে কনস্টেবল রফিকুল অসুস্থ হয়ে পড়েন। আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করে তাঁদের নির্দেশে রফিকুল ইসলামের লাশ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়ার প্রস্তুতি চলছে।

বিমানবন্দরের অপহৃত কর্মচারী উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৪

রাজধানীর কুড়িলে পানির ট্যাংকে শিশুর লাশ, কিশোরী ভাবি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি স্থগিত

হাদি হত্যা: শুটার ফয়সালের ‘সহযোগী’ রুবেলকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে পেল সিআইডি

মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেপ্তার ৬

স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল ২ দিনের রিমান্ডে

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কাজী মমরেজ মাহমুদের আয়কর নথি জব্দের নির্দেশ

ঢাকা কলেজ ও আইডিয়াল শিক্ষার্থীদের সংঘর্ষে দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ, বাস ভাঙচুর

দ্বৈত নাগরিকত্বের তথ্য ও সম্পদের তথ্য গোপন করেছেন প্রার্থীরা: টিআইবি

ঢাকা কলেজ-ধানমন্ডি আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ