হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম: গ্রেপ্তার মিঠুন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক

আজকের পত্রিকা ডেস্ক­

ছাত্রদলের যুগ্ম–সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসাইন ওরফে মিঠুন (৩৫)। ছবি: সংগৃহীত

রাজধানীর এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কুপিয়ে আহত করার ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার মোহাম্মদ হোসাইন ওরফে মিঠুন (৩৫) ছাত্রদল নেতা। তিনি ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক।

আজ শুক্রবার ভোরের মিঠুনকে বহনকারী পুলিশের গাড়ি নিউমার্কেট থানা প্রাঙ্গণে প্রবেশকালে তাঁর সমর্থকদের বাধার মুখে পড়ে। পুলিশ সদস্যরা তাঁদের সরে যেতে বললে তাঁরা উল্টো হামলা করে মিথুনকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।

এ ঘটনায় মামলা করেছে পুলিশ এবং ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির আজকের পত্রিকাকে বলেন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসাইন মিঠুনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তাঁকে বহিষ্কার করা হবে।

নিউমার্কেট থানা সূত্রে জানা গেছে, গত ১০ জানুয়ারি রাজধানীর এলিফ্যান্ট রোডে মাল্টিপ্ল্যান সেন্টারের সামনে মাল্টিপ্ল্যান দোকান মালিক সমিতির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক এহতেশামুল হককে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। এই ঘটনায় সন্ত্রাসী গোষ্ঠী ‘ইমন গ্রুপ’–এর বিরুদ্ধে অভিযোগ এনে নিউমার্কেট থানায় মামলা করেন সমিতির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদুল হাসান।

নিজের নামে পোস্টার ছেপেছেন মিঠুন। ছবি: সংগৃহীত

মামলার তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, এই ঘটনায় রিমান্ডে নেওয়া এক আসামি জানান, তাঁকে ঘটনাস্থলে যেতে নির্দেশ দিয়েছিলেন ছাত্রদল নেতা মিথুন। ইমন গ্রুপের মূল হোতা সানজিদুল হাসান ইমনের ধানমন্ডি এলাকায় চাঁদা তোলার কাজ করেন মিঠুন। সেই মিঠুনকে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

কী ঘটেছিল সেই রাতে

রাজধানীর মাল্টিপ্ল্যান সেন্টারের সামনে এক ব্যবসায়ীকে এলোপাতাড়ি কোপানোর একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে গত ১১ জানুয়ারি। ভিডিওতে দেখা যায়, চাপাতি হাতে ৮–১০ জন সন্ত্রাসীকে এলোপাতাড়ি কোপাতে দেখা যায়। আর সেই ব্যক্তি চিৎকার করে বাঁচার জন্য আকুতি জানাচ্ছেন।

পরে জানা যায়, গত ১০ জানুয়ারি রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে আক্রান্ত ব্যক্তি ইসিএস কম্পিউটার সিটির যুগ্ম সদস্যসচিব এহতেশামুল হক।

চাপাতির আঘাতে আহত এহতেশামুল হক মাল্টিপ্ল্যান দোকান মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক।

মাল্টিপ্ল্যান দোকান মালিক সমিতির ব্যবসায়ী নেতাদের অভিযোগ, চাঁদা না দেওয়ায় ‘ইমন গ্রুপের সন্ত্রাসীরা’ এহতেশামুল হককে চাপাতি দিয়ে কুপিয়েছে। ছাত্রদল নেতা মিঠুন ইমন গ্রুপের নেতা ইমনের ঘনিষ্ঠ সহযোগী বলে জানা যায়।

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ