হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

স্কুলছাত্র সজীব হত্যায় ৬ জনকে আসামি করে মামলা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্কুলছাত্র মেহেদী হাসান সজীব (১৭) হত্যার ঘটনায় ৬ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। গতকাল শনিবার রাতে রূপগঞ্জ থানায় এই মামলা দায়ের করেন ভুক্তভোগীর পিতা শফিকুল ইসলাম। গতকাল দুপুরে ভুলতা হাই স্কুল অ্যান্ড কলেজের সামনে কুপিয়ে হত্যা করা হয় সজীবকে। 

মামলায় সজীবের সহপাঠীসহ ৬ জনকে আসামি করা হয়েছে। আসামিরা হলেন রূপগঞ্জের বলাইখা এলাকার শামীম (১৮), শাকিব (১৮), টুটুল (১৮), সজীব (১৮), আবু বক্কর (১৯) ও রাহিম (১৮)। 

মামলার অভিযোগে বলা হয়, সজীব গতকাল শনিবার স্কুলে এসএসসি মডেল টেস্ট পরীক্ষা দিচ্ছিল। পরীক্ষা শেষে শামীম তাকে কথা বলার জন্য বাইরে ডেকে নিয়ে আসে। এরপর আসামিরা মিলে তাকে মারধর ও কোপাতে থাকে। একপর্যায়ে পিঠের ওপর একাধিক ছুরিকাঘাত করে। এ সময় সজীবের ডাক চিৎকারে আসামিরা দৌড়ে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বাদী তার ছেলের মৃতদেহ দেখতে পায়।

স্থানীয়দের মাধ্যমে জানা যায়, সজীব ভুলতা স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী। ক্লাসের এক মেয়ে শিক্ষার্থীকে পছন্দ করত সজীব। একই মেয়েকে শাকিব নামের আরেক শিক্ষার্থীও প্রেম নিবেদন করে আসছিল। এনিয়ে সজীব ও সাকিবের বন্ধুদের মধ্যে বিরোধ দেখা দেয়। গত শুক্রবার বিকেলে এই ঘটনাকে কেন্দ্র করে হাতাহাতিতে জড়িয়ে পরে তারা।

হাতাহাতির জের ধরে দুপুরে কয়েকজন যুবক সজীবকে স্কুলের বাইরে ডেকে নিয়ে যায়। সেখানে প্রথমে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। পরে সজীবের বন্ধুদের ওপর শাকিবের বন্ধুরা ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। একপর্যায়ে শাকিবের বন্ধুরা কুপিয়ে হত্যা করে সজীবকে। আহত করে রিফতি, অনিক ও শিমুল নামে আরও তিনজনকে। গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

এ বিষয়ে স্কুলের অধ্যক্ষ আব্দুল আউয়াল আজকের পত্রিকাকে বলেন, ‘সজীবকে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের বাবা থানায় মামলা দায়ের করেছেন। আমরা ঘাতকদের উপযুক্ত বিচার দাবি করছি। একই সঙ্গে কিশোর গ্যাং রোধে প্রশাসনের সহায়তা চাচ্ছি।’ 

মামলার বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘নিহতের বাবা ৬ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাদের ধরতে অভিযান চলছে।’

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন