নারায়ণগঞ্জের ফতুল্লায় বিদ্যুতায়িত হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। আজ বুধবার রাত ৮টার দিকে সদর উপজেলার ভোলাইল গেদ্দার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ছালেহা বেগম (৭০) ও তার ছেলে আবদুর রহিম (২৯)।
নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফরহাদ আজকের পত্রিকাকে বলেন, ‘হাসপাতালে আনার আগেই মা ও ছেলের মৃত্যু হয়েছে। তাদের লাশ হাসপাতালের মর্গে রাখা আছে।’
নিহত ছালেহার ছোট ছেলে আবদুর জব্বার আজকের পত্রিকাকে বলেন, সন্ধ্যায় লোডশেডিং চলাকালে আমার ছোট বোন মালেকা আমাদের টিনের ঘরের সঙ্গে লাগানো তারে ভেজা কাপড় শুকাতে দেয়। এ সময় বিদ্যুৎ চলে আসলে সে বিদ্যুতায়িত হয়। তার চিৎকার শুনে আমার মা এগিয়ে আসলে সেও কারেন্টে জড়িয়ে যায়। এরপর আমার ভাই এগিয়ে গেলে তিনজনেই বিদ্যুতায়িত হয়।’
দ্রুত আশেপাশের লোকজন এগিয়ে এসে তাদের কারেন্ট থেকে মুক্ত করে হাসপাতালে নিয়ে আসে। পরে ডাক্তাররা দুজনকে মৃত ঘোষণা করে। মালেকা এখন হাসপাতালে চিকিৎসাধীন।