বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) আন্তবিভাগ ক্রিকেট প্রতিযোগিতার চূড়ান্তপর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। এতে ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগকে হারিয়ে জয়ী হয় আইন বিভাগ।
আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল এডুকেশন সেন্টার ক্রিকেট প্রতিযোগিতার চূড়ান্তপর্বের আয়োজন করে। প্রতিযোগিতা শুরু হয় ১২ মার্চ। এতে বিইউপির সব বিভাগ অংশ নেয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপাচার্য মেজর জেনারেল মো. মাহ্বুব-উল-আলম উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিইউপির ঊর্ধ্বতন কর্মকর্তা ও শিক্ষক-শিক্ষার্থীরা।