হোম > সারা দেশ > টাঙ্গাইল

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত টাঙ্গাইলের যুবক 

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের মির্জাপুরের নাসির হোসেন (৩২) নামের এক যুবক দক্ষিণ আফ্রিকায় খুন হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে দক্ষিণ আফ্রিকার নাটালেজুলু নংগমা শহরে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের কাছে সন্ত্রাসীদের গুলিতে তিনি নিহত হন। নাসির হোসেন এ উপজেলার বাঁশতৈল ইউনিয়নের অভিরামপুর গ্রামের নুরু মাতাব্বরের ছেলে। 

নাসির হোসেনের পরিবার সূত্রে জানা গেছে, জীবিকার খোঁজে দীর্ঘ এক যুগ আগে নাসির দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান। সেখানে নাটালেজুলু নংগমা শহরে নিজে ব্যবসা করতেন। মঙ্গলবার রাতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে ব্যক্তিগত গাড়ি নিয়ে বাসায় যাওয়ার সময় সন্ত্রাসীরা তার মাথায় গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

নাসির হোসেনের আত্মীয় ওই ইউনিয়নের পাঁচগাও গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী জানান, নুরু মাতাব্বরের পাঁচ ছেলের মধ্যে নাসির হোসেন সবার ছোট। তারা তিন ভাই দক্ষিণ আফ্রিকায় ব্যবসা করতেন। এর মধ্যে নাসিরের বড় ভাই আবুল হোসেন গত বছর স্ট্রোক করে আফ্রিকায় মারা যান। তার মরদেহ ২-৩ দিনের মধ্যে দেশে আসতে পারে। 

বাঁশতৈল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হেলাল উদ্দিন দেওহান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু