হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা ও আইডিয়াল কলেজের ছাত্রদের মধ্যে সংঘর্ষ, আহত ১৪ 

ঢামেক প্রতিনিধি

রাজধানীর ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের ছাত্রদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন এবং তাদের অধিকাংশেরই মাথায় আঘাত রয়েছে। আহতদের অন্তত ১৪ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। 

আজ মঙ্গলবার বেলা পৌনে ২টার দিকে ঢাকা কলেজের সামনে এ সংঘর্ষ হয়। ঢামেকে আসা শিক্ষার্থীদের মধ্যে ঢাকা কলেজের শিক্ষার্থী ছিলেন ১০ জন, আইডিয়াল কলেজের ৩ জন ও ইটের আঘাতে আহত হওয়া গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষার্থী। 

ঘটনার বিষয়ে ঢাকা কলেজের আহত ছাত্ররা জানান, আজ কলেজের হল রুমে তাদের নবীনবরণ অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান শেষ করে বের হয়ে বিজয় চত্বর নাঈমের গলি গেটের সামনে পৌঁছালে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা তাদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। ইটের আঘাতে বেশ কয়েকজন শিক্ষার্থীর মাথা ফেটে যায়। 

তাদের অভিযোগ—ঢাকা কলেজ ক্যাম্পাসে ঢুকে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা তাদের ওপর হামলা করেছে। 

তবে ঢাকা কলেজেরই অপর এক শিক্ষার্থী আজকের পত্রিকাকে জানান, তারা জানতে পেরেছেন আজ সকালে আইডিয়াল কলেজের কয়েকজন শিক্ষার্থীকে কে বা কারা মারধর করেছে। এ ঘটনায় আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের ছাত্রদের সন্দেহ করে। যে কারণে তারা ঢাকা কলেজ ক্যাম্পাসে এসে তাদের ওপর হামলা করা হয়েছে। 

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের ছাত্রদের মধ্যে মারামারির ঘটনায় ১৪ জন শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। তবে মারামারি বিস্তারিত কিছুই জানা যায়নি। 

এ দিকে নিউমার্কেট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের নতুন ছাত্রদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।’ 

তিনি আরও বলেন, ‘তবে দুই কলেজের ছাত্রদের মধ্যে সকালে যে কোনো  বিষয় নিয়ে কথা-কাটাকাটি হয়। এর জের ধরেই দুপুরের দিকে এ ঘটনা ঘটে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।’

রাজধানীর উত্তরা‌য় সাততলা ভবনে আগুন, ৩ জনের মৃত্যু

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি

নবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেপ্তার

বিপিএল ম্যাচ বাতিল, মেট্রোরেলের বাড়তি ট্রিপ চলবে না

মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দলের সংবাদ সম্মেলন