নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রিয়ার এডমিরাল মোহাম্মদ সোহায়েলকে পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
নৌবাহিনীর কর্মকর্তা সোহায়েলকে প্রেষণে ওই পদে নিয়োগ দিতে আজ রোববার তাঁর চাকরি নৌপরিবহন মন্ত্রণালয়ে ন্যস্ত করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
পায়রা বন্দর কর্তৃপক্ষে চেয়ারম্যানের দায়িত্বে থাকা কমডোর আবদুল্লাহ আল মামুন চৌধুরীকে নৌবাহিনীতে ফেরাতে তাঁর চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।