হোম > সারা দেশ > গোপালগঞ্জ

টুঙ্গিপাড়ায় চেয়ারম্যানকে থাপ্পড়ের ঘটনায় দুই পক্ষের সংঘর্ষ

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জমিসংক্রান্ত বিরোধের জেরে নবনির্বাচিত চেয়ারম্যানকে থাপ্পড় মারার পর দুই পক্ষে সংঘর্ষ হয়। প্রায় আড়াই ঘণ্টা ব্যাপী চলা সংঘর্ষে পুলিশের উপপরিদর্শকসহ অর্ধশতাধিক মানুষ আহত হন।

গতকাল শনিবার বিকেলে উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চর পাকুরতিয়া গ্রামে এ সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনায় গুরুতর আহত প্রায় ১০ জনকে গোপালগঞ্জ সদর হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া বাকি আহতরা টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ডুমুরিয়া ইউনিয়নের পাকুরতিয়া গ্রামের একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে ওই গ্রামের শহীদ মীর ও বাদশা ফকিরের মধ্যে বিরোধ চলে আসছিল। ১৪৪ ধারা জারিকৃত ওই জমিতে শনিবার বিকেলে তাড়াইল ইউনিয়ন ভূমি অফিসের সার্ভেয়ার তদন্তে আসে। তখন ডুমুরিয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলী আহম্মেদ তাঁর ভগ্নিপতি শহীদ মীরের পক্ষে কথা বললে বাদশা ফকিরের লোকজন চেয়ারম্যানকে থাপ্পড় মারেন। এরপর এ নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। 

একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র (ঢাল-সড়কি) ও রাস্তার ইট ভেঙে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে খবর পেয়ে আড়াই ঘণ্টা ধরে চলা সংঘর্ষের স্থানে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করলে থানার উপপরিদর্শক শরিফুল ইসলামসহ উভয় পক্ষের অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। 

এ বিষয়ে জানতে নবনির্বাচিত চেয়ারম্যান আলী আহম্মেদের মোবাইলে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। 

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) তন্ময় মন্ডল আজকের পত্রিকাকে বলেন, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখন পর্যন্ত উভয় পক্ষের কেউ থানায় অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ছাড়া আহত উপপরিদর্শক শরিফুল গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাই তিনি সুস্থ হয়ে আসার পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

ঢাকা মেডিকেলে রোগীর মৃত্যুতে চিকিৎসককে মারধর, ২ ঘণ্টা সেবা বন্ধ

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন

ছিনতাইয়ের মোবাইল ভাগাভাগির দ্বন্দ্বে ট্রেনের ছাদে যুবক খুন, দুই কিশোরসহ গ্রেপ্তার ৪

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাজধানীতে দুর্ঘটনা বেশি ঘটে রাতে ও সকালে: রোড সেফটি ফাউন্ডেশন

মাইলস্টোন ট্র্যাজেডি: ১৮৩ দিন পর বাড়ি ফিরল আবিদ

রাজধানীতে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা অংশ থেকে শিশুর মরদেহ উদ্ধার