হোম > সারা দেশ > রাজবাড়ী

পদ্মার এক কাতল ৫০ হাজার টাকায় বিক্রি

রাজবাড়ী প্রতিনিধি

পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়া ২৮ কেজি ওজনের কাতল মাছ। ছবি: আজকের পত্রিকা

রাজবাড়ীর পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২৮ কেজি ওজনের একটি কাতল মাছ, যা বিক্রি হয়েছে ৫০ হাজার টাকায়। আজ শনিবার ভোরে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাটের অদূরে পদ্মা-যমুনার মোহনায় জালাল প্রামাণিকের জালে মাছটি ধরা পড়ে।

জেলে জালাল প্রামাণিক জানান, ভোরে তিনিসহ কয়েকজন জেলে পদ্মা নদীতে মাছ শিকারে যান। নদীর বিভিন্ন পয়েন্টে জাল ফেললেও মাছের দেখা মেলে না। পরে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের অদূরে পদ্মা-যমুনার মোহনায় জাল ফেলেন তারা। সেখান থেকে জাল তুলতেই বেশ কয়েকটি ঝাঁকুনিতে বুঝতে পারেন বড় কিছু আটকে আছে। পরে নৌকায় জাল তুলে দেখেন বিশাল একটি কাতল মাছ। পরে দৌলতদিয়া মৎস্য আড়তে ওজন দিয়ে দেখেন মাছটি ২৮ কেজির।

চাদনী অ্যান্ড আরিফা মৎস্য আড়তের মালিক ব্যবসায়ী চান্দু মোল্লা জানান, সকালে জেলে জালাল প্রামাণিক মাছটি দৌলতদিয়া ঘাটের বিসমিল্লাহ মাছের আড়তে নিয়ে আসেন। সেখানে মাছটি উন্মুক্ত নিলামে ১ হাজার ৮০০ টাকা কেজি দরে মোট ৫০ হাজার ৪০০ টাকায় কিনে নিই। মাছটি ফেরিঘাটের পন্টুনের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। সেই সঙ্গে মোবাইলে বিভিন্ন স্থানে যোগাযোগ করা হচ্ছে কেজিপ্রতি ৫০ বা ১০০ টাকা বেশি দাম পেলেই বিক্রি করা হবে।

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯