হোম > সারা দেশ > গোপালগঞ্জ

ধান গবেষণা ইনস্টিটিউটের ৬ লাখ টাকাসহ ৩ চোর গ্রেপ্তার

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জ ধান গবেষণা ইনস্টিটিউট থেকে চুরি করা টাকাসহ গ্রেপ্তার আন্তজেলা চোর চক্রের তিন সদস্য। ছবি: আজকের পত্রিকা

গোপালগঞ্জ ধান গবেষণা ইনস্টিটিউটের ১০ লাখ ৮৩ হাজার টাকা চুরির মামলায় আন্তজেলা চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। চুরি হওয়া ৬ লাখ ৩০ হাজার টাকা ও চুরির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান জানান, ২ ফেব্রুয়ারি গভীর রাতে সদর উপজেলার ঘোনাপাড়া এলাকার ধান গবেষণা ইনস্টিটিউটের অফিস ভবনের গেটের তালা ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তার কক্ষের আলমারি ভেঙে ১০ লাখ ৮৩ হাজার টাকা চুরির ঘটনা ঘটে। পরদিন ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. রোমেল বিশ্বাস বাদী হয়ে সদর থানায় একটি মামলা করেন।

ওসি আরও জানান, ৫ ফেব্রুয়ারি গোপালগঞ্জ ধান গবেষণা ইনস্টিটিউট থেকে সেখানকার মৌসুমি শ্রমিক ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত গ্রামের নাজমুল মাতুব্বরকে (২৮) গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় ৭ ফেব্রুয়ারি রাতে খাগড়াছড়ি জেলার বলিপাড়া গ্রামের আতাউর রহমান রাজুকে (৪০) তাঁর বাড়ি থেকে এবং খাগড়াছড়ি সদর উপজেলার কমলছড়ি ইউনিয়নের তাতকুপ্পা এলাকা থেকে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পাকুড়িয়া গ্রামের মো. হাবিব শেখকে (৩০) গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৬ লাখ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার তিনজন চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছেন ওসি।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু