হোম > সারা দেশ > গোপালগঞ্জ

ধান গবেষণা ইনস্টিটিউটের ৬ লাখ টাকাসহ ৩ চোর গ্রেপ্তার

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জ ধান গবেষণা ইনস্টিটিউট থেকে চুরি করা টাকাসহ গ্রেপ্তার আন্তজেলা চোর চক্রের তিন সদস্য। ছবি: আজকের পত্রিকা

গোপালগঞ্জ ধান গবেষণা ইনস্টিটিউটের ১০ লাখ ৮৩ হাজার টাকা চুরির মামলায় আন্তজেলা চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। চুরি হওয়া ৬ লাখ ৩০ হাজার টাকা ও চুরির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান জানান, ২ ফেব্রুয়ারি গভীর রাতে সদর উপজেলার ঘোনাপাড়া এলাকার ধান গবেষণা ইনস্টিটিউটের অফিস ভবনের গেটের তালা ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তার কক্ষের আলমারি ভেঙে ১০ লাখ ৮৩ হাজার টাকা চুরির ঘটনা ঘটে। পরদিন ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. রোমেল বিশ্বাস বাদী হয়ে সদর থানায় একটি মামলা করেন।

ওসি আরও জানান, ৫ ফেব্রুয়ারি গোপালগঞ্জ ধান গবেষণা ইনস্টিটিউট থেকে সেখানকার মৌসুমি শ্রমিক ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত গ্রামের নাজমুল মাতুব্বরকে (২৮) গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় ৭ ফেব্রুয়ারি রাতে খাগড়াছড়ি জেলার বলিপাড়া গ্রামের আতাউর রহমান রাজুকে (৪০) তাঁর বাড়ি থেকে এবং খাগড়াছড়ি সদর উপজেলার কমলছড়ি ইউনিয়নের তাতকুপ্পা এলাকা থেকে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পাকুড়িয়া গ্রামের মো. হাবিব শেখকে (৩০) গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৬ লাখ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার তিনজন চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছেন ওসি।

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন

ছিনতাইয়ের মোবাইল ভাগাভাগির দ্বন্দ্বে ট্রেনের ছাদে যুবক খুন, দুই কিশোরসহ গ্রেপ্তার ৪

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাজধানীতে দুর্ঘটনা বেশি ঘটে রাতে ও সকালে: রোড সেফটি ফাউন্ডেশন

মাইলস্টোন ট্র্যাজেডি: ১৮৩ দিন পর বাড়ি ফিরল আবিদ

রাজধানীতে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা অংশ থেকে শিশুর মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার