হোম > সারা দেশ > গোপালগঞ্জ

ধান গবেষণা ইনস্টিটিউটের ৬ লাখ টাকাসহ ৩ চোর গ্রেপ্তার

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জ ধান গবেষণা ইনস্টিটিউট থেকে চুরি করা টাকাসহ গ্রেপ্তার আন্তজেলা চোর চক্রের তিন সদস্য। ছবি: আজকের পত্রিকা

গোপালগঞ্জ ধান গবেষণা ইনস্টিটিউটের ১০ লাখ ৮৩ হাজার টাকা চুরির মামলায় আন্তজেলা চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। চুরি হওয়া ৬ লাখ ৩০ হাজার টাকা ও চুরির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান জানান, ২ ফেব্রুয়ারি গভীর রাতে সদর উপজেলার ঘোনাপাড়া এলাকার ধান গবেষণা ইনস্টিটিউটের অফিস ভবনের গেটের তালা ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তার কক্ষের আলমারি ভেঙে ১০ লাখ ৮৩ হাজার টাকা চুরির ঘটনা ঘটে। পরদিন ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. রোমেল বিশ্বাস বাদী হয়ে সদর থানায় একটি মামলা করেন।

ওসি আরও জানান, ৫ ফেব্রুয়ারি গোপালগঞ্জ ধান গবেষণা ইনস্টিটিউট থেকে সেখানকার মৌসুমি শ্রমিক ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত গ্রামের নাজমুল মাতুব্বরকে (২৮) গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় ৭ ফেব্রুয়ারি রাতে খাগড়াছড়ি জেলার বলিপাড়া গ্রামের আতাউর রহমান রাজুকে (৪০) তাঁর বাড়ি থেকে এবং খাগড়াছড়ি সদর উপজেলার কমলছড়ি ইউনিয়নের তাতকুপ্পা এলাকা থেকে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পাকুড়িয়া গ্রামের মো. হাবিব শেখকে (৩০) গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৬ লাখ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার তিনজন চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছেন ওসি।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন