টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা সিইও আয়মান সাদিক ও তরুণদের মধ্যে জনপ্রিয় ইংরেজির শিক্ষক মুনজেরিন শহীদ বিয়ে করেছেন।
একটি ফেসবুক পোস্ট ঘিরে কয়েক দিন ধরেই তরুণ প্রজন্মের এই দুই সেলিব্রিটির বিয়ে গুঞ্জন চলছিল। আজ শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর মিরপুর ডিওএইচএসের মসজিদে পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাঁদের আক্দ সম্পন্ন হয়।
সাধারণ পায়জামা-পাঞ্জাবি পরিহিত আয়মান সাদিক তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে শাড়ি পরিহিত মুনজেরিন শহীদের সঙ্গে আনন্দঘন ছবি পোস্ট করে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ! অনুভূতিটা অদ্ভুত।’
দুজনের পোস্টের নিচে ভক্ত ও বন্ধুবান্ধবেরা অভিনন্দন ও শুভকামনা জানাচ্ছেন। এরই মধ্যে ছবিটি রীতিমতো ভাইরাল হয়েছে ফেসবুকে।