হোম > সারা দেশ > ঢাকা

গাড়ির যন্ত্রাংশ চুরির অভিযোগে গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গাড়ির যন্ত্রাংশ চুরির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন তামজিদ হোসেন শুভ (২৩) ও মো. সিয়াম (২৩)। গতকাল বুধবার রাতে তেজগাঁও থানার বসুন্ধরা শপিং কমপ্লেক্সের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

আজ বৃহস্পতিবার তেজগাঁও থানার ওসি মোহাম্মদ মোহসীন আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। 

গ্রেপ্তার শুভ ও সিয়াম পেশাদার চোর। শুভর বিরুদ্ধে চারটি ও সিয়ামের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। ঢাকায় গাড়ির যন্ত্রাংশ চুরির সংঘবদ্ধ যে কয়েকটি চক্র আছে এর মধ্যে—শুভ ও সিয়াম অন্যতম। তাঁরা শুধুমাত্র মার্সিডিজ বেঞ্জ ও হ্যারিয়ার গাড়ির লোগো, স্টিকার, লুকিং গ্লাস ইত্যাদি চুরি করে। পরে স্বল্প দামে ধোলাইখালে বিক্রি করে দেয়। যে ব্যক্তির গাড়ির যন্ত্রাংশ চুরি হয়, তিনি যখন আবার এ ধরনের যন্ত্রাংশের খোঁজে ধোলাইখাল এলাকায় যান, তখন তাঁর কাছেই উচ্চমূল্যে এগুলো বিক্রি করা হয়। দামি লোগো, স্টিকার, লুকিং গ্লাস চুরি করা সহজ, আবার দাম বেশি। তাই এগুলো তাঁরা চুরি করে বলে জানান। এসব গাড়ির লুকিং গ্লাস, লোগো, স্টিকারের দাম লাখ টাকা। 

গতকাল বুধবার রাতে বসুন্ধরা শপিং কমপ্লেক্সের পার্কিংয়ে রাখা একটি হ্যারিয়ার গাড়ির স্টিকার চুরির চেষ্টা করে তাঁরা। এ সময় গাড়ির ড্রাইভার দেখলে তাঁরা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে তাঁদের আটক করে ৯৯৯–এ ফোন দিলে তাঁদের গ্রেপ্তার করা হয়।

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ