হোম > সারা দেশ > গোপালগঞ্জ

শনিবার থেকে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হচ্ছে বেনজীরের সাভানা পার্ক

গোপালগঞ্জ প্রতিনিধি

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ও তার পরিবারের মালিকানাধীন সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক আগামীকাল শনিবার দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে। রিসিভারদের ব্যবস্থাপনায় সকাল ৮টা থেকে বিকেল ৬টা পর্যন্ত পার্ক খোলা থাকবে। 

ক্রোককৃত সম্পদ রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা কার্যক্রম তদারকির জন্য গঠিত কমিটির সদস্যসচিব ও গোপালগঞ্জ দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মো. মশিউর রহমান আজকের পত্রিকাকে এ তথ্য জানান।  

মশিউর রহমান জানান, আজ শুক্রবার রাতে দুদক গঠিত ক্রোককৃত সম্পদ রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি কমিটির সদস্যদের সমন্বয়ে জেলা প্রশাসনের বাংলোতে বৈঠক হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৬টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে সাভানা পার্ক। এতে দর্শনার্থীরা আগের মতই ১০০ টাকায় টিকিট কেটে পার্কে প্রবেশ করতে পারবেন। দর্শনার্থীদের বিনোদনের জন্য পার্কের রাইডও খুলে দেওয়া হবে। তবে পার্কে রাত্রিযাপনের কটেজগুলো বন্ধ থাকবে। 

তিনি আরও জানান, নিয়োগপ্রাপ্ত রিসিভারদের সার্বিক ব্যবস্থাপনায় পার্কটি চলবে। তবে দুদকের গঠিত ক্রোককৃত সম্পদ রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি কমিটির সদস্যরা পার্কের তদারকি ও রিসিভারদের সহযোগিতা করবেন। 

উল্লেখ্য, গত ৪ জুন সার্ভার জটিলতা দেখিয়ে সাময়িকভাবে পার্ক বন্ধ করে দেয় সাভানা পার্ক কর্তৃপক্ষ। গত ৭ জুন রাতে আদালতের নির্দেশে রিসিভার নিয়োগ করে পার্কটি নিয়ন্ত্রণে নেয় গোপালগঞ্জের জেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার পার্কটি রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা কার্যক্রম তদারকির লক্ষ্যে জেলা প্রশাসককে আহ্বায়ক  ও দুদক গোপালগঞ্জ কার্যালয়ের উপপরিচালককে সদস্যসচিব করে ৬ সদস্যের একটি কমিটি গঠন করে দুর্নীতি দমন কমিশন।

রাজধানীতে অপরাধ: ১৪ ভাগ করে মিরপুর নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী

উত্তরায় জুলাই রেভেলসের দুই সদস্যকে কুপিয়ে জখম

রাজধানীর তিন এলাকায় ককটেল বিস্ফোরণ, মিরপুরে দোকানি আহত

টঙ্গীতে বিকাশকর্মীকে গুলি করে ১৫ লাখ টাকা ছিনতাই, আহত ২

দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহতের ঘটনায় ময়লার গাড়ির চালক কারাগারে

র‍্যাবের পোশাকে ডাকাতির নাটক করে লাখ টাকা লুট, গ্রেপ্তার ৬

কেরানীগঞ্জে সাড়ে ১১ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে

কেন্দ্রীয় কারাগারে বন্দীর ঢামেকে মৃত্যু

১০ ঘণ্টা পেরিয়ে গেলেও নিয়ন্ত্রণে আসেনি কেরানীগঞ্জের মার্কেটের আগুন

আমরা প্রাইম টার্গেটকে খুঁজছি: ডিএমপি কমিশনার