হোম > সারা দেশ > টাঙ্গাইল

পূজা দেখে ফেরার পথে কলাবাগানে নিখোঁজ গৃহবধূ, সকালে মিলল লাশ

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের মধুপুরে কলাবাগান থেকে এক গৃহবধূর গলায় ওড়না প্যাঁচানো লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে মির্জাবাড়ী ইউনিয়নের দড়িহাসিল গ্রাম থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। 

ফাতেমা বেগম (১৮) মির্জাবড়ী ইউনিয়নের দড়িহাসিল গ্রামের শাহ আলমের মেয়ে এবং হাজীপুর গ্রামের তোতা মিয়ার ছেলে আনাম আলীর (২৩) স্ত্রী। 

স্বজনদের বরাতে মির্জাবাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য জুয়েল আহমেদ জানান, পারিবারিকভাবে এক বছর আগে আনাম আলীর সঙ্গে ফাতেমার বিয়ে হয়। গতকাল সোমবার রাতে তাঁরা দুজনই মির্জাবাড়ী ঘোষপল্লী এলাকার পূজামণ্ডপ দেখতে যান। রাত সাড়ে ১২টার দিকে কায়ছার আহমেদ তাঁর বোন ফাতেমা ও ফাতেমার স্বামী আনামকে বাড়িতে পাঠিয়ে দেন। 

আজ সকাল আটটার দিকে ওই কলাবাগানের পাশের খেতে শ্রমিকেরা কাজ করতে গেলে এক নারীর লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। 

ফাতেমার স্বামী আনাম আলী জানান, ‘রাতে একসঙ্গে পূজামণ্ডপ থেকে বাড়ি ফিরছিলাম। পথিমধ্যে ফাতেমা কোনো কিছু না বলে দৌড়ে কলাবাগানে প্রবেশ করে। তাকে অনেক খোঁজাখুঁজি করে পাইনি। ফাতেমা কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল। তাই পরে ফিরে আসবে ভেবে আমি বাড়ি এসে ঘুমিয়ে পড়েছিলাম। সকালে লোকমুখে খবর পেয়ে কলাবাগানে গিয়ে লাশ দেখতে পাই।’ 

উপপরিদর্শক নুরুল আমিন জানান, লাশের গলায় ওড়না প্যাঁচানো ছিল। ফাতেমার মৃত্যুরহস্য ময়নাতদন্তের পর বলা যাবে। তবে বিষয়টির তদন্ত চলমান রয়েছে। 

এ ব্যাপারে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান বলেন, ফাতেমার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইলের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব