হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

ডাকাতের ছুরিকাঘাতে আহত নৈশপ্রহরীর মৃত্যু 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের বন্দরে ডাকাতের ছুরিকাঘাতে আহত নৈশপ্রহরীর মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত নৈশপ্রহরীর নাম জয়নাল উদ্দিন (৬০)। তিনি বন্দরের সোনাকান্দা কবরস্থান রোড এলাকার মৃত জব্বার মিয়ার ছেলে। গত শুক্রবার রাতে একই এলাকার একটি নির্মাণাধীন তিন তালা ভবনের সামনে ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, ‘প্রহরীর মৃত্যুর বিষয়টি ঢামেক থেকে অবগত করা হয়েছে। এই ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে। হত্যায় জড়িতদের ধরতে আমাদের চেষ্টা অব্যাহত।’

স্থানীয় লোকজন জানান, নির্মাণাধীন বাড়িটি ব্যাংক কর্মকর্তা রাসেল মিয়ার। ভবনের নির্মাণ সামগ্রীর নিরাপত্তার জন্য নৈশপ্রহরী হিসেবে জয়নাল উদ্দিনকে (৬০) দায়িত্ব দেওয়া হয়। তিনি গত ৩-৪ মাস ধরে দায়িত্ব পালন করছিলেন। গত শুক্রবার রাত ২টার দিকে ডাকাত প্রবেশ করলে জয়নাল বাধা দেন। এ সময় তাঁকে ছুরিকাঘাত করে ডাকাতরা পালিয়ে যায়।

পথচারীরা নৈশপ্রহরীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তাঁর বাড়িতে খবর দেন। পরে পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাঁর অবস্থা অবনতি হলে ঢামেকে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির দুদিন পর আজ দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।

ভবন মালিক রাসেল মিয়া বলেন, ‘হাসপাতালে দুদিন চিকিৎসাধীন থাকার পর আজ দুপুরে মারা গেছেন জয়নাল উদ্দিন। আমার ভবনের নির্মাণসামগ্রী পাহারার জন্য তাঁকে দায়িত্ব দিয়েছিলাম। ডাকাতরা কিছু নিতে না পেরে তাঁকে মেরে ফেলল।’

সিঙ্গাপুর থেকে ওসমান হাদির মরদেহ নিয়ে ঢাকার পথে বিমান বিজি ৫৮৫

ওসমান হাদির মরদেহ পৌঁছাবে সন্ধ্যা ৬টায়: ইনকিলাব মঞ্চ

জুমার নামাজের পর আরও উত্তাল শাহবাগ, বড় হচ্ছে জমায়েত

ওসমান হাদি হত্যার প্রতিবাদে ফরিদপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান

আবারও ভাঙা হচ্ছে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি

প্রথম আলো কার্যালয়ে পুলিশের ব্যারিকেড, সিআইডির নমুনা সংগ্রহ

হাদির হত্যার বিচার দাবিতে শাহবাগে ছাত্র-জনতার অবস্থান বাড়ছে

ধানমন্ডির ছায়ানট ভবনে অগ্নিসংযোগ, নিরাপত্তা জোরদার

ঢাকার রাস্তায় বাড়বে এসি বাস

ধানমন্ডি ৩২ নম্বরে মাঝরাতে আগুন-ভাঙচুর