হোম > সারা দেশ > রাজবাড়ী

গর্ভধারণের জন্য কবিরাজের কাছে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ 

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে গর্ভ ধারণের ওষুধ খাওয়ানোর কথা বলে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত ব্যক্তির নাম আব্দুল কুদ্দুস শেখ (৬০)। তিনি সদর উপজেলার খানখানাপুর মধ্যপাড়া গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন কবিরাজ। 

গতকাল বৃহস্পতিবার সকালে রাজবাড়ী সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন ওই গৃহবধূ। ওই দিন বিকেলে অভিযান চালিয়ে অভিযুক্ত কুদ্দুস শেখকে গ্রেপ্তার করে পুলিশ। 

মামলা সূত্রে জানা যায়, ওই গৃহবধূ সন্তান গর্ভ ধারণ করতে নানা রকম চিকিৎসা নিয়ে আসছিল। দুই মাস পূর্বে তিনি কবিরাজ কুদ্দুস শেখের কাছ থেকে ওষুধ সেবন করেন। গত ২০ আগস্ট বিকেলে কবিরাজ আব্দুল কুদ্দুস শেখ তাঁর ভাড়া বাড়িতে আসেন এবং তাঁকে কৌশলে পাশের একটি পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষণ করেন। একই ভাবে গত ১ অক্টোবর বিকেলে এবং গত ৬ অক্টোবর দুপুরে তাঁকে ধর্ষণ করেন তিনি। 

রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন জানায়, এ ব্যাপারে ওই গৃহবধূ রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করেছে। মামলার পর থেকে পুলিশ অভিযান চালিয়ে আসামি কুদ্দুস শেখকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কুদ্দুস ওই গৃহবধূকে ধর্ষণ করার কথা স্বীকার করেছেন বলে জানান তিনি। 

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব