হোম > সারা দেশ > রাজবাড়ী

গর্ভধারণের জন্য কবিরাজের কাছে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ 

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে গর্ভ ধারণের ওষুধ খাওয়ানোর কথা বলে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত ব্যক্তির নাম আব্দুল কুদ্দুস শেখ (৬০)। তিনি সদর উপজেলার খানখানাপুর মধ্যপাড়া গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন কবিরাজ। 

গতকাল বৃহস্পতিবার সকালে রাজবাড়ী সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন ওই গৃহবধূ। ওই দিন বিকেলে অভিযান চালিয়ে অভিযুক্ত কুদ্দুস শেখকে গ্রেপ্তার করে পুলিশ। 

মামলা সূত্রে জানা যায়, ওই গৃহবধূ সন্তান গর্ভ ধারণ করতে নানা রকম চিকিৎসা নিয়ে আসছিল। দুই মাস পূর্বে তিনি কবিরাজ কুদ্দুস শেখের কাছ থেকে ওষুধ সেবন করেন। গত ২০ আগস্ট বিকেলে কবিরাজ আব্দুল কুদ্দুস শেখ তাঁর ভাড়া বাড়িতে আসেন এবং তাঁকে কৌশলে পাশের একটি পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষণ করেন। একই ভাবে গত ১ অক্টোবর বিকেলে এবং গত ৬ অক্টোবর দুপুরে তাঁকে ধর্ষণ করেন তিনি। 

রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন জানায়, এ ব্যাপারে ওই গৃহবধূ রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করেছে। মামলার পর থেকে পুলিশ অভিযান চালিয়ে আসামি কুদ্দুস শেখকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কুদ্দুস ওই গৃহবধূকে ধর্ষণ করার কথা স্বীকার করেছেন বলে জানান তিনি। 

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির