হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

আড়াইহাজারে নানাবাড়ি বেড়াতে আসা শিশুকে শ্বাসরোধে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সাকিব সিকদার (১০) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পাঁচরুখি এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

সাকিব রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের দিপু সিকদারের ছেলে। সে সম্প্রতি তার মায়ের সঙ্গে আড়াইহাজারে নানাবাড়ি বেড়াতে আসে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ শিশুর লাশ উদ্ধারের সত্যতা জানিয়েছেন। তিনি বলেন, ‘১৫ দিন আগে শিশুটি তার মায়ের সঙ্গে নানাবাড়ি বেড়াতে আসে। গতকাল বৃহস্পতিবার সকালে তার মা বাজারে সদাই কিনতে পাঠান। এরপর থেকে সে নিখোঁজ ছিল। 

আজ শুক্রবার সকালে বাড়ির অদূরে সাকিবের লাশ দেখতে পায় আশপাশের লোকজন। পরে খবর দেওয়া হলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। 

এ বিষয়ে জানতে চাইলে ওসি আহসান উল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে প্রতিশোধ নিতে শিশুটিকে হত্যা করা হয়েছে। তাকে শ্বাসরোধে হত্যার আলামত পাওয়া গেছে। তা ছাড়া শিশুটির মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় মামলা করা হবে।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির