হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

আড়াইহাজারে নানাবাড়ি বেড়াতে আসা শিশুকে শ্বাসরোধে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সাকিব সিকদার (১০) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পাঁচরুখি এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

সাকিব রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের দিপু সিকদারের ছেলে। সে সম্প্রতি তার মায়ের সঙ্গে আড়াইহাজারে নানাবাড়ি বেড়াতে আসে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ শিশুর লাশ উদ্ধারের সত্যতা জানিয়েছেন। তিনি বলেন, ‘১৫ দিন আগে শিশুটি তার মায়ের সঙ্গে নানাবাড়ি বেড়াতে আসে। গতকাল বৃহস্পতিবার সকালে তার মা বাজারে সদাই কিনতে পাঠান। এরপর থেকে সে নিখোঁজ ছিল। 

আজ শুক্রবার সকালে বাড়ির অদূরে সাকিবের লাশ দেখতে পায় আশপাশের লোকজন। পরে খবর দেওয়া হলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। 

এ বিষয়ে জানতে চাইলে ওসি আহসান উল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে প্রতিশোধ নিতে শিশুটিকে হত্যা করা হয়েছে। তাকে শ্বাসরোধে হত্যার আলামত পাওয়া গেছে। তা ছাড়া শিশুটির মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় মামলা করা হবে।

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে