হোম > সারা দেশ > মাদারীপুর

এক ঘণ্টায় কুকুরের কামড়ে আহত ৯

প্রতিনিধি, মাদারীপুর

এক ঘণ্টার ব্যবধানে একই এলাকায় কুকুরের কামড়ে আহত হয়েছেন অন্তত ৯ জন। এতে পুরো এলাকায় জুড়ে এখন আতঙ্ক বিরাজ করছে। মাদারীপুর সদর উপজেলা কেন্দুয়া ইউনিয়নের দত্তকেন্দুয়া এলাকায় সোমবার রাত ১১টার থেকে ১২টার মধ্যে এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন তুস্টচরণ কুমারের ছেলে উত্তম কুমার (৩১), ফটিক বাড়ৈ এর ছেলে স্বপন বাড়ৈ (৩৫), নবায়ন বাড়ৈ-এর ছেলে অলোক বাড়ৈ (২০), চুদ্দু বাড়ৈ এর ছেলে অঙ্কুশ বাড়ৈ (৩০), জিতেন মন্ডল (৫৫) সহ আরও চারজন। এরা সকলেই দত্তকেন্দুয়া এলাকার বাসিন্দা। 

হাসপাতাল ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে এলাকাটিতে কুকুরের উপদ্রব চরমভাবে বৃদ্ধি পেয়েছে। বর্ষার কারণে চারদিকে দিকে পানি বৃদ্ধি পাওয়াতে কুকুরগুলো  রাস্তাঘাট, হাটবাজার ও বিভিন্ন বাড়ির উঁচু স্থানে আশ্রয় নিয়েছে। খাদ্য সংকটে থাকা ওই সব কুকুরে অতিষ্ঠ হয়ে উঠেছিল সাধারণ মানুষ। সোমবার রাত ১১টার দিকে বেশ কয়েকটি কুকুর ক্ষিপ্ত হয়ে এলাকা দিয়ে ঘুরে ঘুরে সামনে যাকে পেয়েছে তাকেই কামড়িয়েছে। আহতরা তাৎক্ষণিক ভাবে মাদারীপুর সদর হাসপাতালে আসলে তিনজনকে চিকিৎসা দিলেও বাকিদেরকে  হাসপাতাল থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। 

আহত স্বপন বাড়ৈ  বলেন, আমি বাড়ি থকে বের হয়ে মোটরসাইকেল এর ওঠার পরেই একটি কুকুর এসে আমার পায়ে কামড় দেয়। আমি অনেক চেষ্টা করেও কুকুরটি ছাড়াতে না পেরে, শেষে কুকুরের মুখের ভেতর হাত দিয়ে তারপর ছাড়াতে হয়েছে। এলাকায় আমিসহ আরও নয়জনকে কামড়িয়েছে। পুরো এলাকায় এখন আতঙ্ক বিরাজ করছে। আমি হাসপাতালে আসারপর ডাক্তার বলল কাল আসার জন্য। 

মাদারীপুর সদর হাসপাতালে জরুরি বিভাগে দায়িত্বে থাকা অশোক দত্ত বলেন, ‘আমরা রাতে তিনজন রোগীকে চিকিৎসা দিতে পেরেছি। রাত বেশি হওয়াতে বাকিদের মঙ্গলবার সকালে চিকিৎসা দেওয়া  হয়। এর মধ্যে তিনজনের অবস্থা বেশি গুরুতর। অন্যরা মোটামুটি আহত হয়েছে।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন