হোম > সারা দেশ > গাজীপুর

তুরাগ তীরে চলছে আম বয়ান, বৃহৎ জুমা আজ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

তুরাগ তীরে চলছে আম বয়ান। ছবি: আজকের পত্রিকা

ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার বয়ানের মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার বাদ মাগরিব ৫৮তম বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। আজ শুক্রবার বাদ ফজর বয়ান করছেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। তাৎক্ষণিকভাবে তা বাংলায় অনুবাদ করেন মাওলানা নুরুর রহমান।

লাখো মুসল্লির উপস্থিতিতে মুখর টঙ্গীর বিশ্ব ইজতেমা। সবাই নিজ নিজ খিত্তায় অবস্থান নিয়ে বয়ান শুনছেন।

শুরায়ি নেজামের (জুবায়ের অনুসারী) গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আজ শুক্রবার সকাল ১০টায় খিত্তায় খিত্তায় তালিমের আমল হবে। তালিমের আগে মোজাকেরা (আলোচনা) করবেন ভারতের মাওলানা জামাল। এ ছাড়া বিশেষ কিছু অনুষ্ঠান হবে। সকাল সাড়ে ১০টায় শিক্ষকদের বয়ানের মিম্বারে বয়ান করবেন ভারতের মাওলানা ফারাহিম। ছাত্রদের সঙ্গে নামাজের মিম্বারে বয়ান করবেন প্রফেসর আব্দুল মান্নান, খাওয়াছদের (গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ) মাঝে টিনশেড মসজিদে বয়ান করবেন ভারতের মাওলানা আকবর শরিফ।

ইজতেমা ময়দানে আজ দেশের বৃহৎ জুমার নামাজ হবে। তাতে অংশ নেবেন কয়েক লাখ মুসল্লি। জুমার নামাজে ইমামতি করবেন বাংলাদেশের মাওলানা জুবায়ের আহম্মেদ।

বাদ জুমা শেষে বয়ান করবেন জর্ডানের মাওলানা শেখ উমর খাতিব। বাদ আসর বাংলাদেশের মাওলানা জুবায়েরের বয়ান করার কথা রয়েছে। এ ছাড়া বাদ মাগরিব বয়ান করবেন ভারতের মাওলানা আহমেদ লাট।

আগামীকাল শনিবার বাদ আসর ইজতেমা ময়দানে যৌতুকবিহীন বিয়ে হওয়ার কথা রয়েছে। ময়দানে বিয়ে করতে ইচ্ছুক এমন ছেলে বা মেয়ের পরিবারে পক্ষ থেকে যোগাযোগ করলে তাদের বিয়ের নামের তালিকা করা হবে।

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব