রাজধানী সায়েদাবাদ হানিফ ফ্লাইওভারের ওপরে সড়ক দুর্ঘটনায় বাচ্চু মিয়া (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী মারা গেছেন। বুধবার রাত সোয়া ১১টার দিকে যাত্রাবাড়ী সায়েদাবাদ হুজুর বাড়ি গেট সংলগ্ন হানিফ ফ্লাইওভারের অংশে এই দুর্ঘটনাটি ঘটে।
বাচ্চু মিয়ার বাড়ি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা উপজেলার পাগলা শাহিবাজার এলাকায়। তাঁর বাবার নাম মৃত তোফজ্জল মিয়া।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে গুলিস্তান থেকে পাঠাওয়ের মোটরসাইকেল নিয়ে নারায়ণগঞ্জের বাসায় যাচ্ছিল বাচ্চু মিয়া। হানিফ ফ্লাইওভারের ওপরে কোন এক যানবাহনের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান তিনি। এরপর কোন এক যানবাহন তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ওসি জানান, কোন গাড়ির চাপায় তিনি মারা গেছেন তা আপাতত জানা যায়নি। বিস্তারিত জানার জন্য কাজ চলছে। পরিবারের আবেদনে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।