রাজধানীর কমলাপুর রেলস্টেশনের গণ বাথরুম থেকে অজ্ঞাত (৫০) বছরের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে ঢাকা রেলওয়ে থানা-পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে রেলওয়ে থানা-পুলিশ ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। পরে সেখানে দায়িত্বরত চিকিৎসক আড়াইটার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।
ঢাকা রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফেরদৌস আহম্মেদ বলেন, ‘দুপুরে সংবাদ পাই কমলাপুর স্টেশনের গণ-বাথরুমের ভেতরে এক ব্যক্তি উপুড় হয়ে পড়ে আছে। পরে অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তিনি মারা যান।’
মো. ফেরদৌস আহম্মেদ আরও বলেন, ‘ওই ব্যক্তির কোনো পরিচয় এখনো পাওয়া যায়নি। ফিঙ্গারপ্রিন্টের শনাক্তকরণের মাধ্যমে তাঁর পরিচয় জানার চেষ্টা চলছে।’