হোম > সারা দেশ > ঢাকা

পুলিশকে তুলে নেওয়ার চেষ্টার ঘটনায় মামলা, কাউন্টার মাস্টার কারাগারে

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর উত্তরায় কর্তব্যরত ট্রাফিক পুলিশকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগে আটক হওয়া কাউন্টার মাস্টার জাহিদুল ইসলামের (৩৫) বিরুদ্ধে মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। 

আজ রোববার আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ আলম । 

এর আগে উত্তরার আব্দুল্লাহপুরে শনিবার রাত ৯টার দিকে কর্তব্যরত ট্রাফিক পুলিশ কনস্টেবলকে রাস্তা থেকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টাকালে মো. জাহিদুল ইসলামকে অনন্যা পরিবহনের একটি বাসসহ আটক করে জনতা। 

মামলার এজাহারে কনস্টেবল হারুন অর রশিদ উল্লেখ করেন, আব্দুল্লাহপুরে ডিউটিরত অবস্থায় থাকাকালীন সময়ে অনন্যা পরিবহনের একটি বাস উল্টো পথে প্রবেশ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তখন বাস ড্রাইভারকে উল্টো পথে প্রবেশ করার কারণ জিজ্ঞাসা করলে জাহিদ গাড়ি থেকে নেমে গালিগালাজ করতে থাকে। একপর্যায়ে সে অনন্যা ক্ল্যাসিক পরিবহনের টঙ্গীর কাউন্টার মাস্টার পরিচয় দিয়ে আমাকে ধাক্কা মারতে থাকে। ধাক্কা দিতে নিষেধ করলে জাহিদ ইউনিফর্মে থাকা নেম প্লেট ভেঙে ফেলে। পরে শার্টের কলার ধরে জোরপূর্বক গাড়িতে তোলার চেষ্টা করে। আর বলতে থাকে, তোকে এখান থেকে তুলে নিয়ে যাব। পরে আশপাশের লোকজন এসে আমাকে উদ্ধার করে। 

ডিএমপির ট্রাফিক পুলিশের উত্তর বিভাগের আব্দুল্লাহপুর ট্রাফিক পুলিশ বক্সের টিআই (ট্রাফিক ইন্সপেক্টর) মো. মেহেদী হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘অন্যান্য বাসকে সিগন্যাল দেওয়ার পরই ওই কাউন্টার মাস্টার পুলিশ কনস্টেবলের শরীরের হাত দেয়। তখন পাশের এক লোক সেটি দেখে বাধা দিলে তাকেও কিল-ঘুষি মেরে আহত করে। পরে আরেকটি পিকআপ ভ্যানের সামনে এসে দাঁড়ালে সেটিরও গ্লাস ভেঙে ফেলে।’ 

টিআই মেহেদী হাসান বলেন, ‘এ ঘটনায় ভুক্তভোগী ট্রাফিক কনস্টেবল হারুন অর রশিদ বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা করেছেন। ওই মামলায় আটক হওয়া অনন্যা ক্ল্যাসিক পরিবহনের গাড়িটি আটক ও টঙ্গীর কাউন্টার মাস্টার জাহিদুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়েছে।’ 

অপরদিকে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ আলম আজকের পত্রিকাকে বলেন, ‘আব্দুল্লাহপুরে পুলিশের গায়ে হাত তোলার অভিযোগে ভুক্তভোগী পুলিশ কনস্টেবল বাদী হয়ে একটি মামলা করেছেন। ওই মামলায় পুলিশের গায়ে হাত তোলা ও সরকারী কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে।’ 

ওসি মাসুদ বলেন, ‘রোববার সকালে গ্রেপ্তার হওয়া ওই কাউন্টার মাস্টারকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।’

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন