ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ইভ্যালি ডটকম লিমিটেডের প্রতিষ্ঠাতা মো. রাসেলকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখা হয়েছে। রাষ্ট্রপক্ষের আবেদনে আজ রোববার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ‘নো অর্ডার’ আদেশ দেন। এর ফলে এই মামলায় রাসেলকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল থাকল বলে জানিয়েছেন তাঁর আইনজীবীরা।
এর আগে গত ৬ জুন হাইকোর্ট রাসেলকে জামিন দেন। পরে ওই জামিন স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর ইভ্যালির গ্রাহক মোহাম্মদ আলমগীর হোসেন বাড্ডা থানায় ওই মামলা করেন। মামলার অভিযোগে বলা হয়, ইভ্যালি থেকে পণ্য কেনার জন্য মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ২৮ লাখ টাকা পাঠান তিনি। অর্ডার দেওয়ার ৪৫ দিনের মধ্যে পণ্য ডেলিভারি দেওয়ার কথা। কিন্তু সাত মাস পেরিয়ে গেলেও পণ্য না পেয়ে মামলা করেন তিনি।
এ মামলায় চলতি বছরের ২ মার্চ ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক জুলফিকার হায়াৎ অভিযোগ গঠন করে আদেশ দেন। রাসেলের পক্ষে ছিলেন আইনজীবী আহসানুল করীম। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী।