হোম > সারা দেশ > ঢাকা

কোরবানির গো-খাদ্যের অন্তরালে ফেনসিডিল চোরাচালান, গ্রেপ্তার ৩ 

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর উত্তরায় কোরবানির গরুর খাদ্যের অন্তরালে ফেনসিডিল চোরাচালান করতে গিয়ে র‍্যাব-১ এর হাতে তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছেন। গতকাল শুক্রবার দুপুর দেড়টায় ৩৯৯ বোতল বোতল ফেনসিডিলসহ তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকসহ নগদ ৩ হাজার ২০০ টাকা ও চারটি মোবাইল ফোন জব্দ করা হয়। 

গ্রেপ্তাররা হলেন-সেলিম রানা (৩২), জাহিদুল ইসলাম (৪৩) এবং বাবুল হোসেন (৪৩)। 

আজ শনিবার র‍্যাব-১ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি নোমান আহমদ আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উত্তরা ১ নম্বর সেক্টরের ১০ নম্বর সড়কের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

এএসপি নোমান আহমদ বলেন, ‘গ্রেপ্তাররা কুষ্টিয়া সদরের খাজানগর এলাকা থেকে গো-খাদ্য ধানের কুড়ার মধ্যে অত্যন্ত সু-কৌশলে লুকিয়ে এসব ফেনসিডিল পাচারের চেষ্টা করেছিল।’

এএসপি নোমান আহমদ আরও বলেন, ‘গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নিত্য নতুন অভিনব কৌশলে মাদক চোরাচালান করে আসছিল। তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে।’

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট