হোম > সারা দেশ > ঢাকা

কোরবানির গো-খাদ্যের অন্তরালে ফেনসিডিল চোরাচালান, গ্রেপ্তার ৩ 

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর উত্তরায় কোরবানির গরুর খাদ্যের অন্তরালে ফেনসিডিল চোরাচালান করতে গিয়ে র‍্যাব-১ এর হাতে তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছেন। গতকাল শুক্রবার দুপুর দেড়টায় ৩৯৯ বোতল বোতল ফেনসিডিলসহ তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকসহ নগদ ৩ হাজার ২০০ টাকা ও চারটি মোবাইল ফোন জব্দ করা হয়। 

গ্রেপ্তাররা হলেন-সেলিম রানা (৩২), জাহিদুল ইসলাম (৪৩) এবং বাবুল হোসেন (৪৩)। 

আজ শনিবার র‍্যাব-১ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি নোমান আহমদ আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উত্তরা ১ নম্বর সেক্টরের ১০ নম্বর সড়কের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

এএসপি নোমান আহমদ বলেন, ‘গ্রেপ্তাররা কুষ্টিয়া সদরের খাজানগর এলাকা থেকে গো-খাদ্য ধানের কুড়ার মধ্যে অত্যন্ত সু-কৌশলে লুকিয়ে এসব ফেনসিডিল পাচারের চেষ্টা করেছিল।’

এএসপি নোমান আহমদ আরও বলেন, ‘গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নিত্য নতুন অভিনব কৌশলে মাদক চোরাচালান করে আসছিল। তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে।’

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

উত্তরায় জুলাই রেভেলসের সদস্যের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

হাদিকে হত্যাচেষ্টায় জড়িত মোটরসাইকেল শনাক্ত, মালিক সন্দেহে একজন আটক