হোম > সারা দেশ > ঢাকা

কোরবানির গো-খাদ্যের অন্তরালে ফেনসিডিল চোরাচালান, গ্রেপ্তার ৩ 

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর উত্তরায় কোরবানির গরুর খাদ্যের অন্তরালে ফেনসিডিল চোরাচালান করতে গিয়ে র‍্যাব-১ এর হাতে তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছেন। গতকাল শুক্রবার দুপুর দেড়টায় ৩৯৯ বোতল বোতল ফেনসিডিলসহ তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকসহ নগদ ৩ হাজার ২০০ টাকা ও চারটি মোবাইল ফোন জব্দ করা হয়। 

গ্রেপ্তাররা হলেন-সেলিম রানা (৩২), জাহিদুল ইসলাম (৪৩) এবং বাবুল হোসেন (৪৩)। 

আজ শনিবার র‍্যাব-১ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি নোমান আহমদ আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উত্তরা ১ নম্বর সেক্টরের ১০ নম্বর সড়কের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

এএসপি নোমান আহমদ বলেন, ‘গ্রেপ্তাররা কুষ্টিয়া সদরের খাজানগর এলাকা থেকে গো-খাদ্য ধানের কুড়ার মধ্যে অত্যন্ত সু-কৌশলে লুকিয়ে এসব ফেনসিডিল পাচারের চেষ্টা করেছিল।’

এএসপি নোমান আহমদ আরও বলেন, ‘গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নিত্য নতুন অভিনব কৌশলে মাদক চোরাচালান করে আসছিল। তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে।’

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ