হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

পাকুন্দিয়ায় স্বতন্ত্র প্রার্থীর কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩১ জানুয়ারি। নির্বাচনকে ঘিরে সব প্রার্থীর প্রচারে মুখরিত এলাকা। এ অবস্থায় ৫ নং বুরুদিয়া ইউপির স্বতন্ত্র প্রার্থীর কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে। 

এ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন মো. নাজমুল হুদা রুবেল। তাঁর অভিযোগ, গতকাল মঙ্গলবার রাতে আওয়ামী লীগ প্রার্থী মো. মাহবুবুর রহমানের সমর্থকেরা মিছিল করে তালতলা বাজারে তাঁর নির্বাচনী কার্যালয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় তারা দেশীয় অস্ত্রের মহড়া দিয়ে অফিসের চেয়ার-টেবিল ভাঙচুরসহ ব্যানার ও পোস্টার ছিঁড়ে ফেলে। এ বিষয়ে পাকুন্দিয়া থানার ওসি ও উপজেলা নির্বাচন কর্মকর্তা বরাবর মৌখিক অভিযোগ করেছেন তিনি। 

নাজমুল হুদা বলেন, ‘নির্বাচনে আমার কাছে হেরে যাওয়ার ভয়ে আওয়ামী লীগ প্রার্থী এমন কাজ করেছেন। আমি ও আমার কর্মী-সমর্থকেরা এ ঘটনার সুষ্ঠু তদন্তসাপেক্ষে সঠিক বিচার প্রত্যাশা করছি।’ 

এ বিষয়ে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান বলেন, স্বতন্ত্র প্রার্থী একটি মৌখিক অভিযোগ করেছেন। লিখিত অভিযোগ পেলে ঘটনার সত্যতা যাচাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

বুরুদিয়া ইউনিয়নের দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, এ ব্যাপারে এখনো কোনো লিখিত অভিযোগ আসেনি। এলে নিয়ম অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

এ ইউনিয়নে মোট সাতজন চেয়ারম্যান প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এতে ২১ হাজার ২৯০ জন ভোটার আগামী ৩১ জানুয়ারি ইভিএমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট