হোম > সারা দেশ > নরসিংদী

পলাশে জুট মিলে হামলা-ভাঙচুর, ৬ নিরাপত্তাকর্মী আহত

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর পলাশে আকিজ-বশির গ্রুপের মালিকানাধীন জনতা জুট মিলে হামলা চালিয়েছেন মিলের বিক্ষুব্ধ শ্রমিকেরা। এ সময় বাধা দিলে মিলের ছয় নিরাপত্তাকর্মী আহত হন। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার বাগপাড়া গ্রামের মিলটিতে হামলার এ ঘটনা ঘটে।

হামলায় মিলের প্রশাসনিক ভবন, লেবার অফিস, নিরাপত্তা অফিস, গেস্ট হাউসসহ বিভিন্ন অফিসে ভাঙচুর-লুটপাট করা হয়। খবর পেয়ে র‍্যাব, পুলিশ ও সেনাসদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

জনতা জুট মিল লিমিটেডের জি এম মো. মতিউর রহমান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, কয়েক দিন ধরে শ্রমিকেরা বেতন-বোনাস বৃদ্ধিসহ ১৪ দফা দাবিতে আন্দোলন করে আসছিলেন। গতকাল বৃহস্পতিবার রাতে শ্রমিকদের দাবি নিয়ে মালিকপক্ষের সঙ্গে শ্রমিক প্রতিনিধির বৈঠক চলছিল। এ সময় মালিকপক্ষ দাবি বাস্তবায়নে ১৫ দিন সময় চাইলে শ্রমিকদের একটি অংশ বিক্ষুব্ধ হয়ে মিলের বিভিন্ন অফিসে হামলা-ভাঙচুর চালায়। তাতে গুরুত্বপূর্ণ নথিপত্র বিনষ্ট করাসহ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় বিভিন্ন আসবাবপত্র।

মতিউর রহমান দাবি করেন, এ সময় হিসাবকক্ষের লকার ভেঙে শ্রমিকদের মজুরির প্রায় অর্ধকোটি টাকা লুট করে নেওয়া হয়। হামলায় বাধা দিতে গিয়ে আহত হন মিলের ছয়জন নিরাপত্তাকর্মী। পরে নরসিংদী ক্যাম্পের সেনাবাহিনী, র‍্যাব ও পলাশ থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে জানতে চাইলে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকতিয়ার উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, হামলার ঘটনা তদন্ত করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মিলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা