হোম > সারা দেশ > নরসিংদী

পলাশে জুট মিলে হামলা-ভাঙচুর, ৬ নিরাপত্তাকর্মী আহত

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর পলাশে আকিজ-বশির গ্রুপের মালিকানাধীন জনতা জুট মিলে হামলা চালিয়েছেন মিলের বিক্ষুব্ধ শ্রমিকেরা। এ সময় বাধা দিলে মিলের ছয় নিরাপত্তাকর্মী আহত হন। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার বাগপাড়া গ্রামের মিলটিতে হামলার এ ঘটনা ঘটে।

হামলায় মিলের প্রশাসনিক ভবন, লেবার অফিস, নিরাপত্তা অফিস, গেস্ট হাউসসহ বিভিন্ন অফিসে ভাঙচুর-লুটপাট করা হয়। খবর পেয়ে র‍্যাব, পুলিশ ও সেনাসদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

জনতা জুট মিল লিমিটেডের জি এম মো. মতিউর রহমান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, কয়েক দিন ধরে শ্রমিকেরা বেতন-বোনাস বৃদ্ধিসহ ১৪ দফা দাবিতে আন্দোলন করে আসছিলেন। গতকাল বৃহস্পতিবার রাতে শ্রমিকদের দাবি নিয়ে মালিকপক্ষের সঙ্গে শ্রমিক প্রতিনিধির বৈঠক চলছিল। এ সময় মালিকপক্ষ দাবি বাস্তবায়নে ১৫ দিন সময় চাইলে শ্রমিকদের একটি অংশ বিক্ষুব্ধ হয়ে মিলের বিভিন্ন অফিসে হামলা-ভাঙচুর চালায়। তাতে গুরুত্বপূর্ণ নথিপত্র বিনষ্ট করাসহ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় বিভিন্ন আসবাবপত্র।

মতিউর রহমান দাবি করেন, এ সময় হিসাবকক্ষের লকার ভেঙে শ্রমিকদের মজুরির প্রায় অর্ধকোটি টাকা লুট করে নেওয়া হয়। হামলায় বাধা দিতে গিয়ে আহত হন মিলের ছয়জন নিরাপত্তাকর্মী। পরে নরসিংদী ক্যাম্পের সেনাবাহিনী, র‍্যাব ও পলাশ থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে জানতে চাইলে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকতিয়ার উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, হামলার ঘটনা তদন্ত করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মিলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকে থাকবে ‘স্যাটেলাইট ফায়ার স্টেশন’, ফায়ার সার্ভিসের সঙ্গে চুক্তি

গুলশানে প্লট দখল: সাবেক এমপি সালাম মুর্শেদীর জামিন নামঞ্জুর

‎আরমানিটোলায় বহুতল ভবনে আগুন‎, ৪০ মিনিট পর নিয়ন্ত্রণে

ডেইলি স্টারে লুটপাট-অগ্নিসংযোগের ঘটনায় ৩৫০-৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা

ঢামেকে তরুণীর লাশ ফেলে পালালেন ‘স্বামী’

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় স্ত্রীর কারাদণ্ড

বড়দিন উপলক্ষ ২১টি গির্জায় আর্থিক প্রণোদনা দিল ডিএনসিসি

৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার শেষ করার দাবি

জাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ঢাবি শিক্ষার্থীর কারাদণ্ড

রাজনীতিতে পরস্পরের বিরুদ্ধে গালাগালিতে শত্রুরা উপকৃত হয়: ড. মাহবুব উল্লাহ