হোম > সারা দেশ > মানিকগঞ্জ

লকডাউনে বন্ধ হয়ে গেল সাটুরিয়ার পশুর হাট

প্রতিনিধি, সাটুরিয়া (মানিকগঞ্জ)

করোনা সংক্রমণ রোধে সারা দেশে লকডাউন চলছে। লকডাউনের কারণে মানিকগঞ্জের সাটুরিয়ার ঐতিহ্যবাহী হরগজের পশুর হাট বন্ধ ঘোষণা করেছে হাট কমিটি। হাট বন্ধ করার জন্য মাইকিং করার ঘণ্টা খানিকের মধ্যে হাট বন্ধ হয়ে যায়। 

হরগজ হাট কমিটির সদস্যসচিব ও হরগজ শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ বজলুর রহমান বলেন, সংক্রমণের ঝুঁকি কমাতে সারা দেশে সরকার ঘোষিত লকডাউন চলছে আর এই লকডাউন বাস্তবায়নের লক্ষ্যে আজ রোববার হাট বন্ধ করে দেওয়া হয়েছে। পরবর্তী নিদর্শনা না পাওয়া পর্যন্ত গরুর হাট বন্ধ থাকবে। 

হরগজের গরুর হাটে গরু নিয়ে আসা আফতাব ও সায়েদ আলী বলেন, গরু বেচা কেনা করে যা লাভ হয় তা দিয়েই সংসার চলে। গরু বিক্রি করতে না পারায় অনেক আর্থিক ক্ষতি হবে। 

সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, লকডাউন বাস্তবায়নের জন্য নিরলস ভাবে মাঠে কাজ করছে প্রশাসন। এরই মধ্যে লকডাউন অমান্য করায় মোবাইল কোর্ট পরিচালনা করে গতকাল শনিবার উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। লকডাউন বাস্তবায়নে সবাইকে ঘরে থাকার ও অপ্রয়োজনে ঘর থেকে বের না হওয়ার আহ্বান জানান তিনি।   

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ

সাভারে নিজ বাড়িতে ব্যবসায়ীর দুই চোখ ওপড়ানো লাশ

বিটিআরসি ভবনে হামলার মামলায় ৪৫ আসামি কারাগারে

বিটিআরসি ভবনে হামলায় ৫৫ জনের নামে মামলা

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চ

রাজধানীতে বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্বামীর দাবি—আত্মহত্যা

ঘন কুয়াশায় শাহজালালে নামতে না পেরে চট্টগ্রাম-কলকাতা-ব্যাংককে গেল ৯ ফ্লাইট

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি