হোম > সারা দেশ > ঢাকা

গুলশানে ২৮৫ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ১

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর গুলশান থেকে ২৮৫ বোতল বিদেশি মদসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তাঁর নাম সাজ্জাদুল ইসলাম ওরফে দোলন (২৭)। গতকাল শনিবার দুপুরে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ রোববার র‍্যাব-১ এর সহকারী পুলিশ সুপার (অপ্স এন্ড মিডিয়া) মো. মাহফুজুর রহমান এ তথ্য জানান।

গ্রেপ্তার ওই কারবারি বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার সাইদুল ইসলাম ওরফে শহিদুল ইসলামের ছেলে। 

এএসপি মাহফুজুর রহমান বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে গুলশানে অভিযান চালিয়ে ২৮৫ বোতল বিদেশি মদসহ সাজ্জাদকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকালে তাঁর কাছ থেকে মাদক পরিবহণে ব্যবহৃত একটি প্রাইভেটকার, দুটি ফোন ও ৪৫০ টাকা জব্দ করা হয়েছে।’ 

জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে তিনি বলেন, ‘সাজ্জাদ অবৈধ মাদকদ্রব্য বিদেশী মদ দীর্ঘদিন ধরে বিভিন্ন ওয়্যারহাউজ থেকে অবৈধ উপায়ে বের করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় অনোনুমোদিত বার, রেস্টুরেন্টে মাদক সরবরাহ ও ব্যবসা করে আসছিল। এ ঘটনায় মাদকসহ তাঁকে গুলশান থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।’

রাতে শাহবাগে কেউ অবস্থান করতে পারবে না: ইনকিলাব মঞ্চ

রাতে শাহবাগে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের উদ্দেশে যা বললেন ডিএমপি কমিশনার

‎মোহাম্মদপুরে যুবদল কর্মীকে কুপিয়ে জখম, দুজন আটক

পুরান ঢাকায় বাহাদুর শাহ পার্কের পাশ থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা মুক্তিযুদ্ধের বাংলাদেশের ওপর আঘাত: ক্র্যাব

প্রথম আলোতে হামলার ঘটনায় আরও ২ আসামি কারাগারে

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের এক যুবক নিহত

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চ

‎জবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

ঢাকায় ঘন কুয়াশা : ৮ ফ্লাইট নামল চট্টগ্রাম, কলকাতা ও ব্যাংককে