ঢাকা: বিধিনিষেধের এসময় ঘরে বসে থাকতে চান না মানুষ। অতি জরুরি দরকারের অজুহাতে বাইরে বের হচ্ছেন অনেকেই। বিধিনিষেধের প্রথম পাঁচ দিনেই চলাফেরা করতে ছয় লাখ ৫৬ হাজার মানুষ মুভমেন্ট পাসের জন্য রেজিস্ট্রেশন করেছেন। তাদের মধ্যে ৪ লাখ ৯৫ হাজার মানুষের মুভমেন্ট পাস ইস্যু করা হয়েছে।
গত মঙ্গলবার সকাল ১১টা থেকে শনিবার বিকেল ৫টা পর্যন্ত ‘মুভমেন্ট পাস’ ওয়েবসাইটে হিট পড়েছে ১৭ কোটি ৫০ লাখ ৬ হাজার ৪৮৬ বার।
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা যায়, একসঙ্গে এতো পাস আবেদনের চাপে হিমশিম খাচ্ছে মুভমেন্ট পাসের সার্ভার। এতো আবেদনের কারণে সেবা দিতেও কিছুটা বাঁধা পেতে হচ্ছে। মাঝে মাঝে মুভমেন্ট পাসের ওয়েবসাইটে প্রবেশ করতে পারছেন না আবেদনকারীরা। তবে জানা গেছে, চাপ সামলাতে একটি সার্ভার দিয়ে শুরু করা এই ওয়েবসাইটের সঙ্গে যোগ করা হয়েছে আরও ২০টি সার্ভার।
মুভমেন্ট পাস উদ্বোধনের দিন আইজিপি বেনজীর আহমেদ বলেন, এটি অতি প্রয়োজনীয় ক্ষেত্রে ব্যবহার করা যাবে। এক ফোন নম্বর ও একটি গাড়ির নম্বর দিয়ে একবারই আবেদন করা যাবে।