হোম > সারা দেশ > ঢাকা

জাতীয় প্রেসক্লাবে গায়ে আগুন দিয়ে যুবকের আত্মহত্যার চেষ্টা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় প্রেসক্লাবে গায়ে আগুন দিয়ে এক যুবক আত্মহত্যার চেষ্টা করেছেন। জানা যায়, ওই যুবক পারিবারিক অশান্তি ও দুশ্চিন্তা থেকে আত্মহত্যার চেষ্টা করেন। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে জাতীয় প্রেসক্লাব চত্বরে এ ঘটনা ঘটে। সেখানে উপস্থিত জনতা ও পুলিশ সদস্যরা ছুটে গিয়ে যুবককে নিবৃত্ত করে। 

মামুন নামে ওই যুবক বলেন, ‘আমার কেউ নাই। আমার স্ত্রী টাকা পয়সা নিয়ে অন্য ছেলের সঙ্গে পালিয়ে গেছে। আর ঘণ্টাখানেক পরই আমি আত্মহত্যা করব।’ 

এ বিষয়ে শাহবাগ থানার পেট্রল ইন্সপেক্টর (পিআই) শেখ আবুল বাসার বলেন, ‘দ্বিতীয় বিয়ে করার কারণে তাঁর প্রথম স্ত্রী বাবার বাড়ি চলে গেছেন। আর দ্বিতীয় স্ত্রী টাকা পয়সা নিয়ে পালিয়ে গেছেন বলে অভিযোগ করছেন। এই অশান্তি থেকে তিনি গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা চালান। তাঁকে থানায় নিয়ে আসা হয়েছে। তাঁর বিরুদ্ধে আত্মহত্যা মামলা হবে।’ 

পুলিশ যুবকের পরিচয় সম্পর্কে বলছে, তাঁর নাম মামুন (২৮), বাবা ইউসুফ আলী (মৃত)। গাজীপুরের কাপাশিয়া উপজেলায়। 

এ বিষয়ে মামুনের দ্বিতীয় স্ত্রী ঊর্মির সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ করে বলেন, ‘মামুন আমার হাত দুবার ভেঙে দিয়েছে। চাপাতি নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকে আমাকে মারার জন্য। তার ভয়ে আমি অন্য জায়গায় চাকরি নিয়েছি।’ 

ঊর্মি আরও বলেন, ‘মামুন যে অভিযোগ করেছে সব মিথ্যা। আপনারা বিশ্বাস না করলে তার বাড়িতে এসে দেখে যান তার কী আছে। আমি তার কী নিয়ে পালাব! আমি আরও চাকরি করে তাকে খাওয়াতাম। সে আমার টাকা নিয়ে নেশা করত। এখন নেশার টাকা দেই না বলে সে আমাকে মারার জন্য ঘুরে বেড়ায়।’

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ