হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর গাবতলীতে দুর্ঘটনায় এক শ্রমিকের মৃত্যু

ঢামেক প্রতিবেদক

রাজধানীর গাবতলি এলাকায় একটি তেল পাম্পের নির্মাণাধীন একতলা টিনশেড ভবন থেকে পড়ে আলমগীর হোসেন (৫০) নামের এক গ্রিল মিস্ত্রি মারা গেছেন। আজ বৃহস্পতিবার গাবতলি ট্রেড কনসোর্টিয়াম তেল পাম্পে এই ঘটনা ঘটে। 

বৃহস্পতিবার বিকেল ৫টার গাবতলি ট্রেড কনসোর্টিয়াম তেল পাম্পের নির্মাণাধীন একতলা টিনশেড ভবন থেকে পড়ে গুরুতর আহত হন আলমগীর হোসেন। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক রাত সাড়ে ৮টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন। 

মৃত আলমগীর হোসেনের ছেলে মো. জুম্মান হোসেন জানান, তাঁদের বাড়ি ফরিদপুর জেলার সদরপুর থানার সন্ন্যাসিপুর গ্রামে। বর্তমানে মোহাম্মদপুর রায়েরবাজার বাড়ইখালি এলাকায় ভাড়া থাকেন তাঁরা। বাবা গ্রিল মিস্ত্রির কাজ করতেন। সকাল থেকে গাবতলীর ওই তেল পাম্পে কাজ করছিলেন তিনি। 

ওই তেল পাম্পের কোষাধ্যক্ষ দুলাল হোসেন বলেন, গাবতলি তেলের পাম্পে টিনশেড একতলা ভবনের টিন লাগানোর কাজ করছিলেন আলমগীর। সেখান থেকে অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে তাঁকে দ্রুত সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তিনি মারা যান। 

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া আলমগীরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ