হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর গাবতলীতে দুর্ঘটনায় এক শ্রমিকের মৃত্যু

ঢামেক প্রতিবেদক

রাজধানীর গাবতলি এলাকায় একটি তেল পাম্পের নির্মাণাধীন একতলা টিনশেড ভবন থেকে পড়ে আলমগীর হোসেন (৫০) নামের এক গ্রিল মিস্ত্রি মারা গেছেন। আজ বৃহস্পতিবার গাবতলি ট্রেড কনসোর্টিয়াম তেল পাম্পে এই ঘটনা ঘটে। 

বৃহস্পতিবার বিকেল ৫টার গাবতলি ট্রেড কনসোর্টিয়াম তেল পাম্পের নির্মাণাধীন একতলা টিনশেড ভবন থেকে পড়ে গুরুতর আহত হন আলমগীর হোসেন। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক রাত সাড়ে ৮টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন। 

মৃত আলমগীর হোসেনের ছেলে মো. জুম্মান হোসেন জানান, তাঁদের বাড়ি ফরিদপুর জেলার সদরপুর থানার সন্ন্যাসিপুর গ্রামে। বর্তমানে মোহাম্মদপুর রায়েরবাজার বাড়ইখালি এলাকায় ভাড়া থাকেন তাঁরা। বাবা গ্রিল মিস্ত্রির কাজ করতেন। সকাল থেকে গাবতলীর ওই তেল পাম্পে কাজ করছিলেন তিনি। 

ওই তেল পাম্পের কোষাধ্যক্ষ দুলাল হোসেন বলেন, গাবতলি তেলের পাম্পে টিনশেড একতলা ভবনের টিন লাগানোর কাজ করছিলেন আলমগীর। সেখান থেকে অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে তাঁকে দ্রুত সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তিনি মারা যান। 

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া আলমগীরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বাপ্পী নামক কলাগাছকে সামনে এনে হাদি হত্যাকাণ্ডের মূল ঘটনাকে আড়াল করা হচ্ছে: জাবের

হাদি হত্যাসহ সারা দেশে টার্গেট কিলিংয়ের প্রতিবাদে জবিতে মানববন্ধন

রাজধানীতে গ্যাসের অতি স্বল্পচাপের যে ব্যাখ্যা দিল তিতাস

মির্জাপুরে ডাম্প ট্রাকচাপায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা

মোসাব্বির হত্যা: তদন্তে রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্যে নজর

ফরিদপুরে জামায়াতের প্রার্থীকে শোকজ

প্রথম আলো কার্যালয়ে হামলা: ৮ আসামিকে রিমান্ডে নেওয়ার নির্দেশ

জাজিরায় বোমা বিস্ফোরণে উড়ে গেল বসতঘর, যুবকের মরদেহ উদ্ধার

স্বেচ্ছাসেবক দলের নেতা মুছাব্বিরের ময়নাতদন্ত সম্পন্ন