হোম > অপরাধ > ঢাকা

প্রীতির বুক ছিদ্র করে বেরিয়ে যায় একটি গুলিই, টিপুর শরীরে ৭টি

ঢামেক প্রতিনিধি, ঢাকা

রাজধানীর শাহজাহানপুরে সন্ত্রাসীর গুলিতে নিহত আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও সামিয়া আফরান জামাল প্রীতির মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। 

আজ শুক্রবার দুপুরে দুজনের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। ময়নাতদন্ত সম্পন্ন করেন ঢামেক ফরেনসিক বিভাগের সহযোগী অধ্যাপক ডা. জান্নাতুন নাইম। তবে সংশ্লিষ্ট কোনো চিকিৎসক এ বিষয়ে গণমাধ্যমে আনুষ্ঠানিক বক্তব্য দেননি। 

ঢামেক মর্গ সূত্রে জানা গেছে, গুলি প্রীতির শরীরের এক দিক দিয়ে ঢুকে অন্যদিক দিয়ে বেরিয়ে গেছে। আর টিপুর শরীর থেকে সাতটি গুলি বের করা হয়েছে।

এর আগে প্রীতির মরদেহের সুরতাল করেন শাহজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) তমা বিশ্বাস। তিনি সুরতহাল রিপোর্টে উল্লেখ করেন, প্রীতির বাম স্তনের ওপরে একটি ছিদ্র চিহ্ন এবং পিঠের ডান পাশে মাঝ বরাবর একটি গোল চিহ্ন রয়েছে। 

এসআই তমা আরও উল্লেখ করেন, গতকাল বৃহস্পতিবার রাতে প্রীতি নিজের বাসা থেকে রিকশাযোগে বান্ধবীর সঙ্গে তাঁর বাসায় যাচ্ছিলেন। রাত আনুমানিক সোয়া ১০টার দিকে উত্তর শাহজাহানপুর সড়কে এলে দুষ্কৃতকারীরা এলোপাতাড়ি গুলি করে। এতে তিনি গুলিবিদ্ধ হন। হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণের মধ্যে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

এদিকে নিহত জাহিদুল ইসলাম টিপুর মরদেহের সুরতহাল করেছেন শাহজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) ঠাকুর দাস মালো। তিনি সুরতহাল রিপোর্টে উল্লেখ করেন, টিপুর গলার পাশে একটি গোলাকার ছিদ্র চিহ্ন আছে, বুকের বাঁঁ পাশে একটি ছিদ্র চিহ্ন, নাভির ওপরে পেটের মধ্যভাগে একটি, বাম বগলের কাছে একটি, বাম কাঁধের ওপর দুটি, পিঠের বাম পাশে একটি, পিঠের ডান পাশে কোমরে চারটি, ডান নিতম্বে তিনটি গোলাকার ছিদ্র চিহ্ন রয়েছে। 

এসআই ঠাকুর দাস উল্লেখ করেন, জাহিদুল ইসলাম টিপু রাজনৈতিক ব্যক্তি ও ব্যবসায়ী। তাঁর স্ত্রী ফারহানা ইসলাম ডলি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১,১১ ও ১২ নম্বর সংরক্ষিত আসনের কাউন্সিলর। বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে মতিঝিল থেকে খিলগাঁও বাগিচার বাসায় ফেরার সময় উত্তর শাহজাহানপুর মানামা বহুতল ভবনের কাছে এলে গুলির ঘটনা ঘটে। পূর্বশত্রুতার জের ধরে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা জাহিদুলের মাইক্রোবাস লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে। 

টিপুর মেয়েজামাই তসলিম আহমেদ জানান, মরদেহ প্রথমে মতিঝিল এজিবি কলোনিতে নেওয়া হবে। সেখানে প্রথম জানাজা শেষে খিলগাঁও বাগিচার বাসায় নেওয়া হবে। এরপর গ্রামের বাড়ি ফেনী সদরের ফতেহপুরে দাফন করা হবে। 

প্রীতির বাবা জামাল উদ্দিন জানান, রাজধানীর ২১৮ নম্বর পশ্চিম শান্তিবাগের বাসায় পরিবার নিয়ে থাকেন। প্রীতির মা হোসনে আরা বেগম গৃহিণী। গ্রামের বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার কড়ইবাড়ী গ্রামে। ময়নাতদন্তের পর মরদেহ শান্তিবাগ মসজিদে জানাজা শেষে শাহজাহানপুর কবরস্থানে দাফন করা হবে।

গুলশানে ৫৪০ বোতল বিদেশি মদ জব্দ, গ্রেপ্তার ১

জাবিতে শেখ পরিবারের নামে থাকা ৪ হলের নাম পরিবর্তন

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন