হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর খিলগাঁওয়ে মাথায় ইটের আঘাতে নিহত ১, মামার বিরুদ্ধে অভিযোগ

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর খিলগাঁওয়ে মেরাদিয়া এলাকায় মাথায় ইটের আঘাতে সুমন গাজী (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ হত্যার অভিযোগ উঠেছে তাঁর মামার বিরুদ্ধে। আজ মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ৬টার দিকে মেরাদিয়ার মধ্যপাড়া মসজিদ গলিতে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় সুমনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সকাল সাড়ে ৮টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত সুমনের বড় ভাই মো. আলমগীর হোসেন জানান, তাঁরা মেরাদিয়া মসজিদ গলির মুক্তারের বাড়িতে থাকেন। একই গলিতে পরিবার নিয়ে থাকেন তাঁর মামা মোস্তফা। আজ সকালে মামার বাড়ির সামনে সুমনের সঙ্গে মামার হাতাহাতি হয়। একপর্যায়ে মামা, তাঁর দুই ছেলে, মেয়ে ও স্ত্রী মিলে সুমনকে ঘরে নিয়ে ইট দিয়ে মাথায় আঘাত করে। পরে তাঁকে গলির মসজিদের পাশে ফেলে রেখে যায়। পরে খবর পেয়ে রক্তাক্ত অবস্থায় সুমনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

আলমগীর দাবি করেন, ঘরের জানালা ভেঙেছে অভিযোগ এনে সুমনকে খুন করেছেন মামা ও তাঁর পরিবার। এর আগেও সুমনকে তিনি মারধর করেছিলেন।

তিনি আরও জানান, সুমন কারওয়ান বাজারে কাঁচামাল কুড়িয়ে সেগুলো বিক্রি করতেন। তাঁর এক ছেলে ও এক মেয়ে আছে। দুই বছর আগে তাঁর স্ত্রী ছেড়ে চলে যান। এরপর থেকেই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন সুমন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক মো. মাসুদ আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি খিলগাঁও থানা-পুলিশকে জানানো হয়েছে।

সোনারগাঁয়ে মহাসড়কে ছিনতাইকারীদের অটোরিকশায় আগুন দিয়েছে জনতা, আটক ২

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুশ, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ