হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

আড়াইহাজারে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলা, আহত ৫  

নারায়ণগঞ্জের আড়াইহাজারে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ৫ জন আহত হয়েছেন। আজ রোববার এ ঘটনাটি ঘটে। 

আহতরা হলেন-আতাউর রহমান, মাহাবুব মিয়া, আবুল বাশার, আবুল হাসেম ও আব্দুল হান্নান। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী এলাকাবাসীরা বলেন, উপজেলার চন্ডিবরদী গ্রামের আব্দুল হান্নানের সঙ্গে একই গ্রামের বাবুল মিয়ার দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। আজ সকালে তাঁদের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হলে এর জের ধরে বাবুল মিয়ার নেতৃত্বে মাসুদ মিয়া, ডালিম মিয়া, হাতেম আলী, আয়নাল হক, সেলিম মিয়াসহ ৮-১০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে বাবুল মিয়ার বাড়িতে হামলা চালায়। এ সময় ওই ৫ জনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়। 

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় আব্দুল হান্নান বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে আড়াইহাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। 

অভিযোগে আব্দুল হান্নান বলেন, জমি নিয়ে বিরোধের জের ধরেই বাবুল মিয়া ও তাঁর সহযোগীরা তাঁদের পিটিয়ে ও কুপিয়ে আহত করেছেন। 

অপরদিকে বাবুল মিয়া বলেন, কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। সামান্য বাগ্‌বিতণ্ডা হয়েছিল। 
 
আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা বলেন, এ বিষয়ে থানায় লিখিত একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। 

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ

সাভারে নিজ বাড়িতে ব্যবসায়ীর দুই চোখ ওপড়ানো লাশ

বিটিআরসি ভবনে হামলার মামলায় ৪৫ আসামি কারাগারে

বিটিআরসি ভবনে হামলায় ৫৫ জনের নামে মামলা

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চ

রাজধানীতে বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্বামীর দাবি—আত্মহত্যা

ঘন কুয়াশায় শাহজালালে নামতে না পেরে চট্টগ্রাম-কলকাতা-ব্যাংককে গেল ৯ ফ্লাইট

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি