হোম > সারা দেশ > গাজীপুর

হাসপাতালে নেওয়ার পথে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের হাজতির মৃত্যু

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে হত্যা মামলার আসামি হিসেবে বন্দী মোছা. কছিরন (৪৫) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা ৩টার দিকে গাজীপুর তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

মোছা. কছিরন জামালপুর সদরের গোপালপুর এলাকার লোকমান হোসেনের স্ত্রী। কারাগারে তাঁর হাজতি নম্বর ছিল ২০৪৯/২৩।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের ভারপ্রাপ্ত জেল সুপার শাহজাহান আহমেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হাজতি কছিরনের বিরুদ্ধে জামালপুর সদর থানায় একটি হত্যা মামলা রয়েছে। এ মামলায় তিনি ময়মনসিংহ কারাগারে বন্দী ছিলেন। সেখানে গত ১৮ আগস্ট অসুস্থ হলে তাঁকে ঢাকায় জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে পাঠানো হয়।

জেল সুপার বলেন, সেখানে চিকিৎসা শেষে গত ২০ আগস্ট কছিরনকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে আনা হয়। এখানে বন্দী অবস্থায় গত ২২ আগস্ট তিনি আবার অসুস্থ হয়ে পড়লে আবারও ঢাকায় জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে পাঠানো হয়। পরে গত ২৮ আগস্ট তাঁকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে আনা হয়।

জেল সুপার আরও বলেন, এখানে আজ শুক্রবার আবার অসুস্থ হয়ে পড়লে কছিরনকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পথে বেলা ৩টার দিকে তাঁর মৃত্যু হয়।

শাহজাহান আহমেদ বলেন, কারাবিধি অনুযায়ী ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়া মেনে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান