হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয়ের নারী নিহত

ঢামেক প্রতিনিধি

রাজধানীর কারওয়ান বাজার এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয়ের এক নারী নিহত হয়েছেন। তাঁর বয়স হবে আনুমানিক (৪৫) বছর। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। 

এর আগে দুপুরের দিকে তেজগাঁও ও কারওয়ান বাজারের মধ্যবর্তী স্থানের রেললাইনে একটি ট্রেনের ধাক্কায় ওই নারী প্রথমে আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে জানান, দুপুরে ফায়ার সার্ভিস সদস্যরা ওই নারীকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। 

এ বিষয়ে ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদাউস আহম্মেদ জানান, তেজগাঁও ও কারওয়ান বাজারের মধ্যবর্তী স্থানে ট্রেন ধাক্কায় আহত হয়েছিলেন ওই নারী। পরে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা গেছেন। তবে ওই নারীর নাম ঠিকানা জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে মর্গে রাখা হয়েছে।

অফিস দখল নিয়ে জুলাই রেভেলসের দুজনকে জখম

হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের স্ত্রীসহ আরও তিনজন গ্রেপ্তার

ওসমান হাদির শারীরিক অবস্থার উন্নতি নেই

সুপ্রিম কোর্টের এজলাসে আইনজীবী ছাড়া প্রবেশ সীমিত

‘কুকুরের বাচ্চা হত্যার বিচার হয় অথচ নিষ্পাপ শিশু হত্যার বিচার নেই’

বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন

সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে, জিজ্ঞাসাবাদ হবে

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক ৩ দিনের রিমান্ডে

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক

সামিটের আজিজ খান ও তাঁর পরিবারের সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশ