হোম > সারা দেশ > ঢাকা

পুলিশ ছাড়াই ২৪ ঘণ্টায় বিএনপিকে নারায়ণগঞ্জছাড়া করব: শামীম ওসমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘ওরা আমাদের বলে পুলিশ ছাড়া মাঠে আসতে। পুলিশ প্রশাসনকে অনুরোধ করছি, আপনারা ওদের পক্ষে থাকেন। ২৪ ঘণ্টায় বিএনপিকে নারায়ণগঞ্জছাড়া করব। আপনাদের হয়তো মনে নেই, আপনাদের স্বরাষ্ট্রমন্ত্রী মতিন চৌধুরী (রূপগঞ্জের সাবেক এমপি) নারায়ণগঞ্জে এসে আমাদের অনুমতি ছাড়া পা রাখতে পারেনি।’

আজ শনিবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের রাইফেলস ক্লাবে আয়োজিত কর্মিসভায় শামীম ওসমান এ কথা বলেন।

শামীম ওসমান বলেন, ‘আমি গত এক বছর ধরে বলছি, চারদিকে ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্র করছে একাত্তরের পরাজিত শক্তিরা। তারা আমাদের মা-বোনদের পাকিস্তানি সেনাদের হাতে তুলে দিয়েছিল। তারা এখন লাফালাফি করে বলে সরকারকে ফেলে দেবে। অনেক দিন ধরেই শুনছি। আপনারা আমাদের মা শেখ হাসিনাকে নিয়ে অশ্লীল স্লোগান দেবেন, আর তার সন্তান আমরা কি ছেড়ে দেব? তারা আমাদের সমালোচনা করে রাস্তায় মিছিল করে বক্তব্য দেয়, তাতে সমস্যা নাই। কিন্তু যেই ভাষায় গালি দেয়, তা মেনে নেওয়া যায় না। মামুনুল হক ইস্যুতে কতিপয় লোক আমাদের পিষে ফেলতে চায়। ছাত্রলীগ জিজ্ঞেস করে, কী করব। আমি বলেছি, দেখো নেত্রী কী নির্দেশ দেয়।’ 

শামীম ওসমান আরও বলেন, ‘সাংবাদিক ভাইয়েরা আপনাদের সাক্ষ্য রেখে বলছি। তারা আমাকে গডফাদার বলে। বিএনপি-জামায়াতের কাছে মেসেজ দিচ্ছি, যারা জাতির পিতার কন্যাকে নিয়ে গালি দিচ্ছেন, একদম সাবধান হয়ে যান।’ 

কর্মিসভা থেকে শামীম ওসমান আগামী ১৬ সেপ্টেম্বর নারায়ণগঞ্জে বিশাল জনসভা করার ঘোষণা দেন। এ সময় অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সেক্রেটারি আবু হাসনাত শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সেক্রেটারি খোকন সাহা, ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সোনারগাঁও থানা আওয়ামী লীগের সভাপতি শামসুল ইসলাম ভূঁইয়া প্রমুখ।

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত