হোম > সারা দেশ > রাজবাড়ী

সত্তরোর্ধ্ব বৃদ্ধের বিরুদ্ধে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর পাংশায় আবুল মহাজন নামে সত্তরোর্ধ্ব এক বৃদ্ধের বিরুদ্ধে সাত বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শিশুটির মা পাংশা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

ভুক্তভোগী শিশুর মা জানান, গত মঙ্গলবার তিনি তাঁর দুই মেয়েকে বাড়িতে রেখে এক প্রতিবেশীর ব্যক্তিগত কাজে মাছপাড়া বাজারে যান। বাড়ি ফিরে আসতে দেরি হলে তাঁকে খুঁজতে ওই প্রতিবেশীর বাড়িতে যায় তাঁর দুই মেয়ে। সেখানে যাওয়ার পর বৃষ্টিতে তাঁর দুই মেয়ে আটকা পড়ে। সে সময় অভিযুক্ত আবুল মহাজন তাঁর বড় মেয়েকে ধরে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। পরে তাঁর মেয়ে সেখান থেকে পালিয়ে আসে। তিনি বাড়িতে এলে তাঁর মেয়ে সম্পূর্ণ ঘটনা তাঁকে জানায়। পরে বিষয়টি তিনি তাঁর স্বামীকে জানান। এরপর বৃহস্পতিবার পাংশা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। 

এ ব্যাপারে জানতে অভিযুক্ত আবুল মহাজনের বাড়িতে গেলে তাঁকে পাওয়া যায়নি। 

তবে আবুল মহাজনের ছেলে হাসান মাহমুদ বলেন, ‘অভিযোগকারী আমাদের প্রতিবেশী। তাদের সঙ্গে আমাদের অনেক আগে থেকেই জমিজমা, গাছকাটাসহ বিভিন্ন বিষয়াদি নিয়ে বিভিন্ন সময় দ্বন্দ্ব হয়। সেই সূত্রেই তারা আমার বাবার নামে এই মিথ্যা অভিযোগ দিয়েছে।’ 

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, ‘এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে, সত্যতা মিললে মামলা রুজু করে আসামিকে গ্রেপ্তার করা হবে।’ 

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে