ঢাকা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী সালমান এফ রহমান, জাতীয় পার্টির প্রার্থী সালমা ইসলামসহ ৭ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। আজ সোমবার দুপুরে পুরান ঢাকার জনসন রোডে ঢাকা জেলা প্রশাসন কার্যালয়ে মনোনয়ন বৈধ ঘোষণা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আনিসুর রহমান।
ঢাকা-১ আসনে অন্য প্রার্থীরা হলেন—বাংলাদেশ সুপ্রীম পার্টির সামসুজ্জামান চৌধুরী, গণফ্রন্টের শেখ মো. আলী, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির করম আলী, তৃণমূল বিএনপির মফিদ খান এবং জাকের পার্টির মো. লুৎফর রহমান খান।
কাগজপত্র ভুল থাকায় দুজন প্রার্থীর মনোনয়ন স্থগিত করা ন্যাশনাল পিপলস পার্টির আ. হাকিম ও সাংস্কৃতিক মুক্তিজোটের আব্দুর রহিম।
ঢাকায় মোট ২০টি আসনের ১৫টি ঢাকা মহানগরে ও পাঁচটি ঢাকা জেলায়। এ কারণে ঢাকার ২০টি আসনকে দুই ভাগে বিভক্ত করে দুটি রিটার্নিং অফিসারের কার্যালয় স্থাপন করা হয়েছে। একটি পুরান ঢাকার জনসন রোডে অবস্থিত জেলা প্রশাসকের কার্যালয়ে, অন্যটি সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে। এর মধ্যে সেগুনবাগিচার ঢাকা বিভাগীয় কার্যালয় ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে ঢাকা-৪ থেকে ঢাকা-১৮ আসনের মনোনয়ন যাচাই-বাছাই করা হচ্ছে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হবে আগামী ৭ জানুয়ারি। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর।