হোম > সারা দেশ > টাঙ্গাইল

স্ত্রীর বেতনের টাকা নিয়ে কলহ, গার্মেন্টস কর্মী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

কবিতা ও সুজন। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের মির্জাপুরে কবিতা (২৮) নামের এক গার্মেন্টস কর্মী হত্যার অভিযোগে স্বামী সুজন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার দেওহাটা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সুজন মিয়া (৩২) নিলফামারী সদর উপজেলার মাঝুডাঙ্গা সিংমারী গ্রামের আলীম উদ্দিনের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সুজন মিয়া ইটভাটায় কাজ করেন। গার্মেন্টস কর্মী স্ত্রীর বেতনের টাকা নিয়ে নিতে চাইতেন তিনি। এ নিয়ে গতকাল বৃহস্পতিবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ শুরু হয়। কলহের একপর্যায়ে রাতে সাড়ে ১১টার দিকে উপজেলার গোড়াই সিকদারপাড়ার ভাড়া বাসায় স্ত্রী কবিতাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে পালিয়ে যান সুজন মিয়া। ঘটনার সময় তাঁদের আট বছর বয়সী সন্তান কক্ষে ছিল। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে সুজন পালিয়ে যান। পরে পুলিশ এসে কবিতার লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। এ ঘটনায় কবিতার বাবা কদম আলী বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, ঘাতক সুজনকে আহত অবস্থায় গ্রেপ্তার করা হয়েছে। পরে চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিমানবন্দরের অপহৃত কর্মচারী উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৪

রাজধানীর কুড়িলে পানির ট্যাংকে শিশুর লাশ, কিশোরী ভাবি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি স্থগিত

হাদি হত্যা: শুটার ফয়সালের ‘সহযোগী’ রুবেলকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে পেল সিআইডি

মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেপ্তার ৬

স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল ২ দিনের রিমান্ডে

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কাজী মমরেজ মাহমুদের আয়কর নথি জব্দের নির্দেশ

ঢাকা কলেজ ও আইডিয়াল শিক্ষার্থীদের সংঘর্ষে দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ, বাস ভাঙচুর

দ্বৈত নাগরিকত্বের তথ্য ও সম্পদের তথ্য গোপন করেছেন প্রার্থীরা: টিআইবি

ঢাকা কলেজ-ধানমন্ডি আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ