হোম > সারা দেশ > মানিকগঞ্জ

সিঙ্গাইরে ঘূর্ণিঝড়ে ঘরের ওপর গাছ পড়ে বৃদ্ধা নিহত

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের সিঙ্গাইরে ঘূর্ণিঝড়ে ঘরের ওপর গাছ পড়ে আমেনা বেগম (৮০) নামের এক নারী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার শায়েস্তা ইউনিয়নের দক্ষিণ শাহরাইল গ্রামে এই ঘটনা ঘটে।

এলাকার বাসিন্দারা জানান, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় কয়েক মিনিটের মধ্যে ঘূর্ণিঝড়টি তাণ্ডব চালায়। এ সময় টিনের ঘরের ওপর গাছ উপড়ে পড়ায় ঘরের চাল ভেঙে ওই বৃদ্ধার মৃত্যু হয়। এ ছাড়া ঝড়ে শায়েস্তা ইউনিয়নের দক্ষিণ শাহরাইল, গোপালনগর, কানাই নগরসহ পাশের কয়েকটি গ্রামের শতাধিক কাঁচা-পাকা ঘর ক্ষতিগ্রস্ত হয়।

উপজেলার শায়েস্তা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল হালিম বলেন, দুপুর থেকে ভারী বর্ষণ হচ্ছিল। সন্ধ্যার দিকে হঠাৎ কয়েক মিনিটের ঝড়ে কয়েকটি গ্রামের শতাধিক বাড়িঘর ও কয়েক শ গাছ ভেঙে যায়।

সিঙ্গাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপন দেবনাথ আজকের পত্রিকাকে বলেন, ‘ঘূর্ণিঝড়ের পরপরই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে দিয়ে ক্ষয়-ক্ষতির পরিমাণ করতে বলেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও জানানো হয়েছে। খুব দ্রুত ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা দেওয়া হবে।’

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

উত্তরায় জুলাই রেভেলসের সদস্যের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

হাদিকে হত্যাচেষ্টায় জড়িত মোটরসাইকেল শনাক্ত, মালিক সন্দেহে একজন আটক

সাভারে থেমে থাকা বাসে আগুন

রাজধানীতে অপরাধ: ১৪ ভাগ করে মিরপুর নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী