হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে নিখোঁজের পরদিন পুকুরে মিলল তরুণের লাশ 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জে নিখোঁজের পরদিন পুকুর থেকে এক তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকালে শহরের খানপুরে বউবাজার এলাকায় পুকুর পানিতে ভাসমান অবস্থায় তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত তরুণের নাম সিফাত (২০)। তিনি ওই এলাকার সোহেল মল্লিকের ছেলে ও নারায়ণগঞ্জ কমার্স কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন। গত ১ তারিখ থেকে সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি এলাকার একটি কারখানায় যোগ দিয়েছিলেন।

সিফাতের বাবা ডেন্টিস্ট সোহেল মল্লিক বলেন, ‘গত সোমবার রাতে সিফাত কারখানায় নাইট শিফটে কাজ করার জন্য বাসা থেকে বের হয়। গতকাল মঙ্গলবার সারা দিনেও সে বাসায় ফেরেনি। তার ফোন বন্ধ পাওয়া যায় এবং বিভিন্ন স্থানে খোঁজ নেওয়া হয়। বুধবার সকালে স্থানীয়রা পুকুরে একটি লাশ ভেসে উঠেছে বলে জানায়। ঘটনাস্থলে এসে আমার ছেলের মরদেহ শনাক্ত করি।’

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সাত্তার বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ