হোম > সারা দেশ > ঢাকা

কাফনের কাপড় পাঠিয়ে সাবেক ইউপি সদস্যকে প্রাণনাশের হুমকি

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

সাবেক এক ইউপি সদস্যকে কাফনের কাপড় পাঠিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। শুক্রবার ভোরে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার শাক্তা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. মনির হোসেনকে প্রাণনাশের হুমকি দিয়েছে দুর্বৃত্তরা।

নিজের নিরাপত্তা চেয়ে কেরানীগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন মনির হোসেন। 

এ বিষয়ে মো. মনির হোসেন ওরফে মনির মেম্বার বলেন, “শুক্রবার ভোরে আমার বাবা ফজর নামাজ পড়ার জন্য ঘর থেকে বের হলে বাড়ির প্রধান ফটকের সামনে একটি প্যাকেট পড়ে থাকতে দেখেন। পরে প্যাকেটটি খুলে দেখা যায় ভেতরে রয়েছে কাফনের কাপড়, আঁতর ও অন্যান্য জিনিসপত্র এবং একটি চিরকুট। চিরকুটে লেখা ছিল ‘মৃত্যুর জন্য রেডি থাক মনির’। পরে আমি নিজের নিরাপত্তা চেয়ে কেরানীগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছি। ” 

তিনি আরও জানান, ‘আমি সাবেক মেম্বার ছিলাম, এবারও মেম্বার পদে নির্বাচন করেছি। এ ছাড়া আমি ইট-বালুর ব্যবসা করি। ব্যবসা সংক্রান্ত ব্যাপারে অনেকের সঙ্গেই আমার শত্রুতা রয়েছে। তবে কে এমন কাজ করল বুঝতে পারছি না।’

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ছালাম মিয়া জানান, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত হচ্ছে, তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানবপাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

পাঁচ চীনা নাগরিকসহ টেলিগ্রাম প্রতারণা চক্রের ৮ জন গ্রেপ্তার, ৫১ হাজারের বেশি সিম জব্দ

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন