হোম > সারা দেশ > ঢাকা

কাফনের কাপড় পাঠিয়ে সাবেক ইউপি সদস্যকে প্রাণনাশের হুমকি

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

সাবেক এক ইউপি সদস্যকে কাফনের কাপড় পাঠিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। শুক্রবার ভোরে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার শাক্তা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. মনির হোসেনকে প্রাণনাশের হুমকি দিয়েছে দুর্বৃত্তরা।

নিজের নিরাপত্তা চেয়ে কেরানীগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন মনির হোসেন। 

এ বিষয়ে মো. মনির হোসেন ওরফে মনির মেম্বার বলেন, “শুক্রবার ভোরে আমার বাবা ফজর নামাজ পড়ার জন্য ঘর থেকে বের হলে বাড়ির প্রধান ফটকের সামনে একটি প্যাকেট পড়ে থাকতে দেখেন। পরে প্যাকেটটি খুলে দেখা যায় ভেতরে রয়েছে কাফনের কাপড়, আঁতর ও অন্যান্য জিনিসপত্র এবং একটি চিরকুট। চিরকুটে লেখা ছিল ‘মৃত্যুর জন্য রেডি থাক মনির’। পরে আমি নিজের নিরাপত্তা চেয়ে কেরানীগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছি। ” 

তিনি আরও জানান, ‘আমি সাবেক মেম্বার ছিলাম, এবারও মেম্বার পদে নির্বাচন করেছি। এ ছাড়া আমি ইট-বালুর ব্যবসা করি। ব্যবসা সংক্রান্ত ব্যাপারে অনেকের সঙ্গেই আমার শত্রুতা রয়েছে। তবে কে এমন কাজ করল বুঝতে পারছি না।’

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ছালাম মিয়া জানান, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত হচ্ছে, তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ

সাভারে নিজ বাড়িতে ব্যবসায়ীর দুই চোখ ওপড়ানো লাশ

বিটিআরসি ভবনে হামলার মামলায় ৪৫ আসামি কারাগারে

বিটিআরসি ভবনে হামলায় ৫৫ জনের নামে মামলা

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চ

রাজধানীতে বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্বামীর দাবি—আত্মহত্যা

ঘন কুয়াশায় শাহজালালে নামতে না পেরে চট্টগ্রাম-কলকাতা-ব্যাংককে গেল ৯ ফ্লাইট

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি