হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে সৈয়দ আশরাফুল ইসলামের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালন

কিশোরগঞ্জ প্রতিনিধি

৩ জানুয়ারি সাবেক জনপ্রশাসন মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আশরাফুল ইসলামের তৃতীয় মৃত্যুবার্ষিকী। দিনটি উপলক্ষে তাঁর নিজ জেলা কিশোরগঞ্জে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। 

আজ সোমবার সকালে জেলা শহরের আখড়া বাজার ব্রিজ সংলগ্ন এলাকায় সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজল, পৌরসভা মেয়র পারভেজ মিয়া এবং আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। 

সোমবার বিকেলে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে জেলা আওয়ামী লীগ। তা ছাড়া জেলার বিভিন্ন জায়গায় ব্যক্তি ও সংগঠনের ব্যানারে প্রয়াত সৈয়দ আশরাফের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। 

সৈয়দ আশরাফুল ইসলাম কিশোরগঞ্জ-১ আসনে ১৯৯৬-২০১৮ সাল পর্যন্ত টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও জনপ্রশাসন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি টানা দুইবার বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। 

সৈয়দ আশরাফ ১৯৫২ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন এবং ২০১৯ সালের ৩ জানুয়ারি ক্যানসারে আক্রান্ত হয়ে থাইল্যান্ডের ব্যাংককের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন।

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক