হোম > সারা দেশ > ঢাকা

সিরাজদিখানে ৭ দিন ধরে স্কুলছাত্র নিখোঁজ

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি  

নিখোঁজ রোমান শেখ। ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জের সিরাজদিখানে সাত দিন ধরে এক স্কুলছাত্র নিখোঁজ রয়েছে। এ ঘটনায় গত শনিবার (২৫ জানুয়ারি) থানায় অপহরণ মামলা করেছে পরিবার। জিজ্ঞাসাবাদের জন্য এখন পর্যন্ত দুজনকে আটক করেছে পুলিশ।

নিখোঁজ রোমান শেখ (১৬) উপজেলার কোলা ইউনিয়নের থৈরগাঁও গ্রামের মিরাজ শেখের ছেলে এবং জেলার শ্রীনগর উপজেলার বেলতলী উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

রোমান শেখ এক ভাই ও দুই বোনের মধ্যে সবার ছোট। তার বাবা মিরাজ শেখ কাঠমিস্ত্রি। অভাবের সংসারে সহায়তার জন্য ছেলেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা কিনে দেন। স্কুলে পড়াশোনার পাশাপাশি অটো চালিয়ে পরিবারের খরচে সহযোগিতা করত রোমান।

পরিবার সূত্র জানায়, গত ২১ জানুয়ারি রোমান নবম শ্রেণিতে ভর্তি হয়। বাড়ি ফিরে বেলা ১টার দিকে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বের হয় এবং এরপর থেকে সে নিখোঁজ। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও রোমান এবং তার অটোরিকশাটির কোনো সন্ধান পাওয়া যায়নি।

রোমানের বোন মিতু শেখ বলেন, ‘রোমান স্কুল থেকে ফিরে দুপুরে অটো নিয়ে বের হওয়ার পর আর ফেরেনি। তাকে না পেয়ে মা-বাবা অসুস্থ হয়ে পড়েছেন।’

কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম মিন্টু বলেন, ‘অভাবের সংসারে বাবাকে সহযোগিতা করতে অটো চালাত রোমান। সে খুব শান্ত স্বভাবের ছিল। পরিবারের অবস্থা এতটাই খারাপ যে তাদের সান্ত্বনা দেওয়ার মতোও পরিস্থিতি নেই। ছেলের শোকে বাবা-মা পাথর হয়ে গেছেন।’

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. সাইউল ইসলাম বলেন, ‘মামলা হয়েছে এবং আমরা তদন্ত করছি। তবে তদন্তের স্বার্থে এখন কিছু বলা সম্ভব নয়। নিখোঁজ ছেলেটির সন্ধানে কাজ চলছে।’

সিরাজদিখান সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আ ন ম ইমরান খান বলেন, ‘এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। রোমানের সন্ধান পেতে পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে।’

বেলতলী উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও মো. সাঈদুল কাজী বলেন, ‘রোমান শেখ আমাদের স্কুলের ছাত্র। এ বছর সে ৮ম শ্রেণি পাস করে ৯ম শ্রেণিতে ভর্তি হয়েছে। যে দিন ভর্তি হয়েছে সেই দিন থেকেই নিখোঁজ রোমান।’

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক