হোম > সারা দেশ > ঢাকা

দুদকে প্রথমবার আন্তর্জাতিক নারী দিবস উদ্‌যাপন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো দুর্নীতি দমন কমিশনে (দুদক) আন্তর্জাতিক নারী দিবস উদ্‌যাপন করা হয়েছে। ‘জাগ্রত নারীশক্তি রুখবে সকল দুর্নীতি’—প্রত্যয়ে আজ মঙ্গলবার দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নানা আয়োজনে পালন করা হয় দিনটি।

অনুষ্ঠানে দুদকের মহাপরিচালক, জ্যেষ্ঠ পরিচালকগণ, সকল নারী কর্মকর্তা-কর্মচারী এবং দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র সহসভাপতি, মহিলা বিষয়ক সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এ উপলক্ষে আলোচনা সভায় কর্মক্ষেত্রে নারীদের প্রতি বৈষম্য রোধে বিশেষ গুরুত্বারোপ এবং ঘরে-বাইরে সর্বক্ষেত্রে নারীদের প্রাপ্য মর্যাদা নিশ্চিত করার ক্ষেত্রে কর্মকর্তারা প্রত্যয় ব্যক্ত করেন।

আয়োজন প্রসঙ্গে অ্যাসোসিয়েশনের সভাপতি মশিউর রহমান বলেন, সর্বক্ষেত্রে নারীর ক্ষমতায়নের মাধ্যমেই প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত ‘দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স’ বাস্তবায়নের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা সম্ভব হবে।

সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম বলেন, দুর্নীতি দমন কমিশনে কর্মরত নারীদের সর্বপ্রকার প্রাপ্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার জন্য দুদক সার্ভিস অ্যাসোসিয়েশন বদ্ধপরিকর।

উল্লেখ্য, গত ১৬ ফেব্রুয়ারি দুদকের চাকরিচ্যুত কর্মকর্তা শরীফ উদ্দিনের অপসারণের পর দুদক কর্মকর্তারা নিজেদের সুরক্ষা ও দাবি আদায়ে গঠন করেন দুদক সার্ভিস অ্যাসোসিয়েশন।

২৪৬৭ জন পরিচ্ছন্নতাকর্মীকে স্বাস্থ্যবিমার আওতায় আনল ডিএনসিসি

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ, বন্ধ যান চলাচল

ঋণখেলাপির তালিকায় নাম: চেম্বার আদালতে মান্নার আবেদনের শুনানি সোমবার পর্যন্ত মুলতবি

ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট বিলম্ব

রাজধানীতে ট্রেনের ধাক্কায় পোশাকশ্রমিকের মৃত্যু

রাতে শাহবাগে কেউ অবস্থান করতে পারবে না: ইনকিলাব মঞ্চ

রাতে শাহবাগে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের উদ্দেশে যা বললেন ডিএমপি কমিশনার

‎মোহাম্মদপুরে যুবদল কর্মীকে কুপিয়ে জখম, দুজন আটক

পুরান ঢাকায় বাহাদুর শাহ পার্কের পাশ থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা মুক্তিযুদ্ধের বাংলাদেশের ওপর আঘাত: ক্র্যাব