হোম > সারা দেশ > ঢাকা

মেঘনায় ঘূর্ণিঝড়ের কবলে পড়া ৩৭ বরযাত্রী উদ্ধার 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নরসিংদী সদর থানার আলোবানি থেকে জেলার পলাশ থানার নোয়াকান্দা গ্রামে ফেরার পথে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কবলে পড়ে মেঘনা নদীতে আটকে পড়া বরযাত্রীদের নিরাপদে উদ্ধার করল নৌ-পুলিশ। 

গতকাল সোমবার রাত ৯টার দিকে নৌ-পুলিশের ঢাকা অঞ্চলের কুতুবপুর ফাঁড়ির সদস্যরা মেঘনা নদীর দুই কিলোমিটার গভীরে আটকা পড়াদের উদ্ধার করেন। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে সহযোগিতা চাইলে উদ্ধার করা হয় তাঁদের। 

মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নৌ-পুলিশের সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। তিনি জানান, ঘূর্ণিঝড়ে মেঘনা নদীতে আটকে পড়া ৩৭ জন বরযাত্রীকে উদ্ধার করে নিরাপদে তীরে আনা হয়েছে। তাঁদের মধ্যে ২২ জন পুরুষ, ৬ জন নারী ও ৯টি শিশু ছিল। 

এসপি গৌতম কুমার জানান, বরযাত্রীবাহী নৌকাটি নরসিংদী সদর থানার আলোবানি গ্রামে বিয়ে শেষে বাড়ি ফেরার পথে প্রচণ্ড ঝড়ের কবলে গতি সামলাতে না পেরে কচুরিপানার মধ্যে নৌকাসহ আটকে যায়। প্রচণ্ড ঝোড়ো বাতাস ও ঢেউ থাকায় নৌকা বের করতে পারছিলেন না। একপর্যায়ে তাঁরা হতবিহ্বল হয়ে ৯৯৯-এর মাধ্যমে নৌ পুলিশের সাহায্য চান। পরে নৌ-পুলিশ সদস্যরা স্থানীয় জনপ্রতিনিধির সহায়তায় প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর রাত দেড়টার দিকে আটকে পড়া যাত্রীদের নিরাপদে উদ্ধার করেন। পরে তাঁদের কুতুবপুর নৌ-পুলিশ ফাঁড়িতে আনা হয়। 

তিনি আরও জানান, সারা রাত ফাঁড়িতে অবস্থান শেষে ভোর সাড়ে ৫টার দিকে তাঁরা নিজ নিজ বাড়ির উদ্দেশে যাত্রা করেন। এ ঘটনায় কেউ হতাহত হননি। 

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু