হোম > সারা দেশ > ঢাকা

মেঘনায় ঘূর্ণিঝড়ের কবলে পড়া ৩৭ বরযাত্রী উদ্ধার 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নরসিংদী সদর থানার আলোবানি থেকে জেলার পলাশ থানার নোয়াকান্দা গ্রামে ফেরার পথে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কবলে পড়ে মেঘনা নদীতে আটকে পড়া বরযাত্রীদের নিরাপদে উদ্ধার করল নৌ-পুলিশ। 

গতকাল সোমবার রাত ৯টার দিকে নৌ-পুলিশের ঢাকা অঞ্চলের কুতুবপুর ফাঁড়ির সদস্যরা মেঘনা নদীর দুই কিলোমিটার গভীরে আটকা পড়াদের উদ্ধার করেন। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে সহযোগিতা চাইলে উদ্ধার করা হয় তাঁদের। 

মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নৌ-পুলিশের সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। তিনি জানান, ঘূর্ণিঝড়ে মেঘনা নদীতে আটকে পড়া ৩৭ জন বরযাত্রীকে উদ্ধার করে নিরাপদে তীরে আনা হয়েছে। তাঁদের মধ্যে ২২ জন পুরুষ, ৬ জন নারী ও ৯টি শিশু ছিল। 

এসপি গৌতম কুমার জানান, বরযাত্রীবাহী নৌকাটি নরসিংদী সদর থানার আলোবানি গ্রামে বিয়ে শেষে বাড়ি ফেরার পথে প্রচণ্ড ঝড়ের কবলে গতি সামলাতে না পেরে কচুরিপানার মধ্যে নৌকাসহ আটকে যায়। প্রচণ্ড ঝোড়ো বাতাস ও ঢেউ থাকায় নৌকা বের করতে পারছিলেন না। একপর্যায়ে তাঁরা হতবিহ্বল হয়ে ৯৯৯-এর মাধ্যমে নৌ পুলিশের সাহায্য চান। পরে নৌ-পুলিশ সদস্যরা স্থানীয় জনপ্রতিনিধির সহায়তায় প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর রাত দেড়টার দিকে আটকে পড়া যাত্রীদের নিরাপদে উদ্ধার করেন। পরে তাঁদের কুতুবপুর নৌ-পুলিশ ফাঁড়িতে আনা হয়। 

তিনি আরও জানান, সারা রাত ফাঁড়িতে অবস্থান শেষে ভোর সাড়ে ৫টার দিকে তাঁরা নিজ নিজ বাড়ির উদ্দেশে যাত্রা করেন। এ ঘটনায় কেউ হতাহত হননি। 

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা