হোম > সারা দেশ > ঢাকা

পৌনে ২ বছর বনবাসে থেকে ফিরলাম: ইকবাল মাহমুদ টুকু 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দীর্ঘদিন পর দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। আজ রোববার বিকেলে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। বিমানবন্দর থেকে সরাসরি শেরেবাংলানগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। 

দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, ‘দীর্ঘ পৌনে দুই বছর বনবাসে থেকে আজকে দেশে আসছি। আমার অনুভূতিটা হলো যে, একাত্তরে আমি যখন ২২/২৩ বছরের যুবক ছিলাম, ১৬ ডিসেম্বরে এসে যে অনুভূতিটা হয়েছিল, আজকে আমার সেই অনুভূতিটা হচ্ছে। আজকে বাংলাদেশ স্বৈরাচার, খুনিমুক্ত বাংলাদেশ। আজকে বাংলাদেশে মুক্ত হাওয়া নিতে পারব।’ 

তিনি বলেন, ‘আমরা যে উদ্দেশ্য নিয়ে বাংলাদেশের জন্য যুদ্ধ করেছিলাম, সবাই মিলে আমাদের সেই উদ্দেশ্য পূরণ করতে হবে। আমাদের দলের যে ৩১ দফা দেওয়া হয়েছে, সেই ৩১ দফাতে পরিষ্কার করে বলা হয়েছে-আগামীর বাংলাদেশ কি হবে।’ 

গত বছরের ২৩ মে দুর্নীতির এক মামলায় ইকবাল হাসান মাহমুদ টুকুর বিরুদ্ধে বিচারিক আদালতের সাজার রায় বহাল রাখেন হাইকোর্ট। ওই একই দিনে মামলার রায় হওয়ার পর বিএনপি নেতা আমান উল্লাহ আমান কারাগারে গেলেও অজ্ঞাতবাসে চলে যান টুকু। পরে জানা যায়, তিনি দেশের বাইরে গেছেন। সূত্র বলছে, এই দীর্ঘ সময় বেশ কয়েকটি দেশে অবস্থান করেন তিনি। দেশে ফেরার আগে যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করে এসেছেন বলেও জানা গেছে।

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব