হোম > সারা দেশ > ঢাকা

পৌনে ২ বছর বনবাসে থেকে ফিরলাম: ইকবাল মাহমুদ টুকু 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দীর্ঘদিন পর দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। আজ রোববার বিকেলে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। বিমানবন্দর থেকে সরাসরি শেরেবাংলানগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। 

দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, ‘দীর্ঘ পৌনে দুই বছর বনবাসে থেকে আজকে দেশে আসছি। আমার অনুভূতিটা হলো যে, একাত্তরে আমি যখন ২২/২৩ বছরের যুবক ছিলাম, ১৬ ডিসেম্বরে এসে যে অনুভূতিটা হয়েছিল, আজকে আমার সেই অনুভূতিটা হচ্ছে। আজকে বাংলাদেশ স্বৈরাচার, খুনিমুক্ত বাংলাদেশ। আজকে বাংলাদেশে মুক্ত হাওয়া নিতে পারব।’ 

তিনি বলেন, ‘আমরা যে উদ্দেশ্য নিয়ে বাংলাদেশের জন্য যুদ্ধ করেছিলাম, সবাই মিলে আমাদের সেই উদ্দেশ্য পূরণ করতে হবে। আমাদের দলের যে ৩১ দফা দেওয়া হয়েছে, সেই ৩১ দফাতে পরিষ্কার করে বলা হয়েছে-আগামীর বাংলাদেশ কি হবে।’ 

গত বছরের ২৩ মে দুর্নীতির এক মামলায় ইকবাল হাসান মাহমুদ টুকুর বিরুদ্ধে বিচারিক আদালতের সাজার রায় বহাল রাখেন হাইকোর্ট। ওই একই দিনে মামলার রায় হওয়ার পর বিএনপি নেতা আমান উল্লাহ আমান কারাগারে গেলেও অজ্ঞাতবাসে চলে যান টুকু। পরে জানা যায়, তিনি দেশের বাইরে গেছেন। সূত্র বলছে, এই দীর্ঘ সময় বেশ কয়েকটি দেশে অবস্থান করেন তিনি। দেশে ফেরার আগে যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করে এসেছেন বলেও জানা গেছে।

ডেইলি স্টারে লুটপাট-অগ্নিসংযোগের ঘটনায় ৩৫০-৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা

ঢামেকে তরুণীর লাশ ফেলে পালালেন ‘স্বামী’

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় স্ত্রীর কারাদণ্ড

বড়দিন উপলক্ষ ২১টি গির্জায় আর্থিক প্রণোদনা দিল ডিএনসিসি

৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার শেষ করার দাবি

জাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ঢাবি শিক্ষার্থীর কারাদণ্ড

রাজনীতিতে পরস্পরের বিরুদ্ধে গালাগালিতে শত্রুরা উপকৃত হয়: ড. মাহবুব উল্লাহ

প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় ১৫ জন কারাগারে

জাবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক ১

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে