শ্রীপুরে পশুর হাটে গরুর পাশাপাশি মহিষ বেচাকেনা বেড়েছে। শেষের দিকে জমে উঠেছে শ্রীপুর উপজেলার সবকটি পশুর হাট। বাজারে বেচাকেনা বেড়েছে কয়েকগুণ।
সোমবার শ্রীপুর পৌর শহরের কেওয়া ও উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার লোহাই বাজারে সরজমিন ঘুরে দেখা যায়, প্রতি বছরের মতো এ বছরেও শেষ সময়ে জমে উঠেছে পশুর হাটের বেচাকেনা। গরুর পাশাপাশি মহিষ বেচাকেনা হচ্ছে তুলনামূলকভাবে বেশি। কেওয়া বাজারে আসা ক্রেতা আজিজুল হক বলেন, এ বছর মহিষ কোরবানি করবো। তাই মহিষ কিনতে আসছি।
লোহাই পশুর হাটে মহিষ বিক্রেতা শাহজাহান বলেন, দুটি মহিষ বিক্রি করতে বাজারে নিয়ে আসছি। একটি বিক্রি হয়েছে। আরেকটি বিক্রি হয়ে যাবে। দাম মোটামুটি ভালো।
স্বপন নামের এক বেপারী বলেন, গ্রামের হাট থেকে মহিষ কিনে ঢাকায় বিক্রি করবো। ঢাকায় মহিষের চাহিদা ভালো।
লোহাই বাজারের ইজারাদার বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন বলেন, আজ বেচাকেনা গত হাটের তুলনায় অনেক বেশি।